রাজনগর বন্যা কবলিত এলাকার মানুষের পাশে সৈয়দা সায়রা মহসীন এমপি
রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের উজিরপুর, হরিপাশা, কান্দিরকুল, একামধু, গনেশপুর পাঁচটি গ্রামের বন্যা কবলিত এলাকায় ২ জুলাই রবিবার এলাকার অসহায় মানুষের পাশে দাড়ান সৈয়দা সায়রা মহসীন এমপি, সংসদ সদস্য রাজনগর, মৌলভীবাজার ৩। তিনি এলাকার মনু নদী দেখতে এসে গ্রামের সাধারন মানুষের দু:খের কথা শুনেন ও এলাকার বন্যা কবলিত দরিদ্র জনগোষ্ঠীকে ওয়াপদা বেড়ী বাঁধ স্থায়ীভাবে নির্মাণের আশ্বাস দেন ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের ক্ষতিগ্রস্থ এক কিলোমিটার বেড়ীবাধেঁর পুণঃ নির্মাণে যা কিছু করনীয় তা জরুরী ভিত্তিতে করার জন্য নির্দেশ প্রদান করেন। মনু নদীর বাধঁ পরিদর্শন কালে এক পথ সভার আয়োজন করেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেংরা ইউনিয়নের প্যানেল ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: রিপন মিয়া, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মনসুরনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম, এস আই নূর নবি, রাজনগর উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল কাদির ফৌজি, হারুন মিয়া, লেবু মিয়া, সামচুন ইসলাম, তাজুল ইসলাম, আছাব আলি, মালয় আহমদ, সাম্মু আহমদ, সাইন ইসলাম, উস্তার মিয়া, খছরু মিয়া, আব্দুল মজিদ, বিরন্ড দেব, পমেশ দেব, অরুন দেব, হরেশ দে, মৌলা মিয়া,ফারুক মিয়া, প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন ৮নং ওয়ার্ডের সদস্য শফি আহম্মদ সমছু। অনুষ্ঠান শেষে রাজনগর উপজেলার অন্তগত টেংরা ইউনিয়নের স্থিত আর এস ১২৮ নং জেএল নং কালাইকোনা মৌজার ১২৭ জে: হরিপাশার মৌজা উজিরপুর এর মনু নদীর ভাঙ্গন রোধের জন্য স্থায়ীভাবে ব্লক দিয়া বাধঁ নির্মানের জন্য প্রধান অতিথির হাতে শতাধিক মানুষের স্বাক্ষরিত একটি অনুলিপি প্রদান করেন।
মন্তব্য করুন