রাজনগর উপজেলার বেড়কুড়ি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান

December 26, 2017,

রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলার বেড়কুড়ি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ২৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে এক সংবর্ধনা অনুষ্টান হয়ে গেল। এতে সংবর্ধিত ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি মনসুর আহমদ রানা’র সভাপতিত্বে ও অমল দাশ এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন টেংরা ইউনিয়নের চেয়ারম্যান টিপু খান, মুন্সীবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাতির মিয়া, ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী বখতিয়ার উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাইসহ অনেকে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক আব্দুল ওয়াদুদ, যুবলীগের রাজনগর উপজেলা আহবায়ক আব্দুল কাদির ফৌজি, ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল শাম্মু,বিশিষ্ট ব্যবসায়ী রমীজ আলী,ফজর আলী, প্রবীন আ’লীগ নেতা ইসমাইল মিয়া, জাহিদ আহমদ, জাকির হোসেন প্রমূখ। প্রধান অতিথি স্কুলের সংশ্লিষ্ট সকলকে সুন্দর এই মহতি অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীদের লক্ষ্য করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ক্ষেত্রে খুব বেশী গুরুত্ব দিয়েছেন। কাজেই তোমাদের আরো মনযোগী হয়ে পড়াশোনা চালিয়ে যেতে হবে। মেয়েদের উদ্যেশ্যে সায়রা মহসিন বলেন, তোমরা মেয়ে হয়ে জন্মেছো বলেই পড়াশোনায় পিছিয়ে থাকবেনা। মেয়েরা সবকিছু করতে পারে ইঙ্গিত দিয়ে তিনি আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী ও একজন মহিলা,বিরুদী দলীয় নেতা মহিলা ও সংসদের স্পিকারের দ্বায়িত্বে যিনি আছেন তিনিও মহিলা। এর আগে মানপত্র ও আলোচনায় বক্তারা বিদ্যালয়কে দ্রুত এমপিও ভুক্তির তালিকায় নিয়ে আসা,বন্যায় ক্ষতিগ্রস্থ স্কুলের মাঠ ভরাট, একটি ভবন নির্মাণসহ একটি কমিম্পউটার ল্যাব প্রদান করতে সাংদের প্রতি আহবান জানান। এসকল দাবীর প্রতি উত্তরে সায়রা মহসিন বলেন, ভবন নির্মানের জন্য আমি সংশ্লিষ্ট দপ্তরে একটি প্রস্তাব পাঠিয়েছি। আর বিদ্যালয় এমপিও ভুক্তির জন্য কাজ করছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com