রাজনগর সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তরের দাবীতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার॥ সাব-রেজিস্ট্রার অফিস রাজনগর উপজেলা পরিষদ এলাকা থেকে রাজনগর কলেজ পয়েন্ট এলাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেয় প্রশাসন। সাব-রেজিষ্টার কার্যালয় স্থানান্তরে সরকারী নির্দেশ বাস্তবায়নের দাবিতে এবং বিরোধীতাকারীদের নিন্দা জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ রাজনগরে সর্বস্তরের সচেতন নাগরিক বৃন্দ।
১৩ ফেব্রুয়ারী রবিবার দুপুরে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের রাজনগর কলেজ পয়েন্টে ঘন্টাব্যাপী মানববন্ধ ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তরের পক্ষে অবস্থানকারিরা। এসময় মৌলভীবাজার-কুলাউড়া ও ফেঞ্চুগঞ্জ সড়ক ঘন্টাব্যাপী অবরোধ করে রাখেন প্রতিবাদকারিরা। রাজনগর জির পয়েন্টে ঘন্টাব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাজ্জাদুর রহমান, সাজন খান, রুহুল আমিনসহ অন্যান্যরা।
এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তরা জানান, রাজনগর উপজেলায় সাব-রেজিস্ট্রি অফিসকে জনস্বার্থে সুবিধাজনক জায়গায় স্থানান্তর প্রশাসনের সময়পোযোগী সিদ্ধান্ত। কিন্ত রাজনগর বাজারের কয়েকজন ব্যাক্তি স্বার্থের কথা চিন্তা করে এই স্থানান্তর প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করার পায়তারা করছেন। জনস্বার্থে রাজনগর সাব-রেজিস্ট্রি অফিসকে কলেজ পয়েন্ট এলাকায় স্থানান্তরের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবী জানান তারা।
সম্প্রতি রাজনগর সাব-রেজিস্ট্রার অফিস রাজনগর উপজেলা পরিষদ এলাকা থেকে রাজনগর কলেজ পয়েন্ট এলাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেয় প্রশাসন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন রাজনগর বাজারের ব্যবসায়ীসহ দলিল লেখকরা।
মন্তব্য করুন