রাজনগর সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তরের দাবীতে মানববন্ধন

February 13, 2022,

স্টাফ রিপোর্টার॥ সাব-রেজিস্ট্রার অফিস রাজনগর উপজেলা পরিষদ এলাকা থেকে রাজনগর কলেজ পয়েন্ট এলাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেয় প্রশাসন। সাব-রেজিষ্টার কার্যালয় স্থানান্তরে সরকারী নির্দেশ বাস্তবায়নের দাবিতে এবং বিরোধীতাকারীদের নিন্দা জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ রাজনগরে সর্বস্তরের সচেতন নাগরিক বৃন্দ।
১৩ ফেব্রুয়ারী রবিবার দুপুরে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের রাজনগর কলেজ পয়েন্টে ঘন্টাব্যাপী মানববন্ধ ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তরের পক্ষে অবস্থানকারিরা। এসময় মৌলভীবাজার-কুলাউড়া ও ফেঞ্চুগঞ্জ সড়ক ঘন্টাব্যাপী অবরোধ করে রাখেন প্রতিবাদকারিরা। রাজনগর জির পয়েন্টে ঘন্টাব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাজ্জাদুর রহমান, সাজন খান, রুহুল আমিনসহ অন্যান্যরা।
এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তরা জানান, রাজনগর উপজেলায় সাব-রেজিস্ট্রি অফিসকে জনস্বার্থে সুবিধাজনক জায়গায় স্থানান্তর প্রশাসনের সময়পোযোগী সিদ্ধান্ত। কিন্ত রাজনগর বাজারের কয়েকজন ব্যাক্তি স্বার্থের কথা চিন্তা করে এই স্থানান্তর প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করার পায়তারা করছেন। জনস্বার্থে রাজনগর সাব-রেজিস্ট্রি অফিসকে কলেজ পয়েন্ট এলাকায় স্থানান্তরের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবী জানান তারা।
সম্প্রতি রাজনগর সাব-রেজিস্ট্রার অফিস রাজনগর উপজেলা পরিষদ এলাকা থেকে রাজনগর কলেজ পয়েন্ট এলাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেয় প্রশাসন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন রাজনগর বাজারের ব্যবসায়ীসহ দলিল লেখকরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com