রাজনগর হাসপাতালের স্বাস্থ্য সেবা ব্যাহত

August 29, 2016,

কুলাউড়া অফিস॥ হাওর ও চা বাগান বেষ্টিত মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নের ২ লক্ষ ৩২ হাজার ৬শ ৬৬ জন মানুষের একমাত্র চিকিৎসালয় রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। চিকিৎসক সংকটে দিনে দিনে কমছে সেবার মান। যার ফলে সরকারি সেবা পেতে হিমসিম খাচ্ছে সাধারণ লোক। মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এ উপজেলার হতদরিদ্র জনগোষ্টি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারদের ১০টি পদ রয়েছে। এর মধ্যে কাগজে কলমে ৭ জন তাকলেও মৌলভীবাজার সদর হাসপাতালে ডাঃ ইসফিয়াক আলম, ডাঃ রওশন আরা জামান ও হবিগঞ্জ সদর হাসপাতালে ডাঃ শামসুন নাহার আফরোজ ডেপুটেশনে রয়েছেন । ৫ বছর যাবত হাসপাতাল কর্তৃপক্ষকে কিছু না জানিয়ে অনুপস্থিত রয়েছেন ডাঃ আশফাকুর রহমান।
বর্তমানে হাসপাতালে কর্মরত আছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ শুভাষিস গুপ্ত, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আমজাদ হোসেন এবং প্রশাসনিক দায়িত্বে আছেন ডাঃ বর্ণালি দাস।
সরেজমিন গিয়ে দেখাযায়, আবাসিক মেডিকেল অফিসার বেশির ভাগ সময় বাহিরে ফিল্ডে কাজে, প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত ডাক্তার হাসপাতালের অভ্যন্তরীণ কাজে ব্যস্থ থাকেন। এভাবে কেবল মাত্র মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ শুভাষিস গুপ্ত দিয়ে চলছে ২ লক্ষ ৩২ হাজার ৬শ ৬৬ জন মানুষের চিকিৎসা সেবা। এমতাবস্থায় হাসপাতালের আউটডোর এবং ইনডোরের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।
হাসপাতালে সেবা নিতে আসা ঘড়গাঁও গ্রামের পপি বেগম(১৬) নামে এক তর”নীর কাছে হাসপাতাল থেকে কেমন সেবা পাচ্ছেন জানতে চাইলে সে বলে, লাইনে ২ ঘণ্টা দাঁড়ানোর পর ডাক্তার এক পলক দেখেছেন। ইনডোরের রহিমা বেগম জানান, দিনে একবার এসে ডাক্তার দেখে যান। পরবর্তী সময়ে শরীরে অবনতি হলেও ডাক্তারদের খোঁজ পাওয়া যায়না।
এ ব্যাপারে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আমজাদ হোসেন এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, পর্যাপ্ত ডাক্তার না থাকার কারণেই চিকিৎসা সেবা কিছুটা ব্যহত হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com