রাজনগে বিএনপি  মাঠে নেই : শুধু ফেইসবুকে আন্দোলন 

February 10, 2018,

রাজনগর প্রতিনিধি॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কেন্দ্রীয় কোনো কর্মসূচি পালন করতে ৯ ফেব্রুয়ারি শুক্রবার পর্যন্ত মাঠে দেখা যায়নি। অনেক নেতাকর্মীর ফেইসবুক আইডি ঘাটাঘাটি করে দেখা যায় নিজেকে নিরাপদে রেখে ফেইসবুকে সরকার বিরোধী এবং নিজেদের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে লেখা-লেখি করছেন। বাস্তবে মাঠে না থাকায় এর নেতিবাচক প্রভাব পড়ছে দলের সমর্থক, শুভাঙ্খাকী ও ভোটারদের মধ্যে। এনিয়ে অনলাইনে চলছে নানা আলোচনা-সমালোচনা।

একটি সূত্র জানায়, ২০০৮ সালে নির্বাচনে পরাজয়ের পর থেকে কেন্দ্রের কোন কর্মসূচিতেই মাঠে তেমন দেখা যায়না উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। বেগম খালেদা জিয়ার রায়ের পর সারাদেশে ও জেলার অন্যান্য উপজেলায় বিএনপি এবং অঙ্গ সংগঠনের কর্মীরা মাঠে নামলেও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের কোনো কর্মীকে দেখা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বলেন, জেলার গ্রুপিং এর প্রভাব উপজেলায়ও পড়ছে। যার কারণে বিভক্ত থাকায় কেন্দ্রের কোনো কর্মসূচিই পালন করা হচ্ছে না। নেতার্মীরা মনে করেন, চলমান গ্রুপিং শেষ করে একত্রিত না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের মাঠে নামানো সম্ভব হবে না।

এবিষয়ে জানতে উভয় গ্রুপের সভাপতি ও সাধারণ সম্পাদকের মুঠোফোনো একাধিকবার ফোন দিলেও তাদের পাওয়া যায়নি।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই রাজনগরে রাজনৈতিক মাঠ দখল করে নিয়েছে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। মোড়ে মোড়ে নেতাকর্মীদের অবস্থান ও মহড়া দিতে দেখা যায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com