(ভিডিওসহ) রাজনৈতিক দলে নারীদের অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

November 18, 2020,

স্টাফ রিপোর্টার॥ রাজনৈতিক সকল দলের কমিটিতে এক-তৃতীয়াংশ (৩৩%) নারীকে সম্পৃক্তকরণের দাবিতে মৌলভীবাজারে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বিষয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৮ নভেম্বর দুপুর ১২টায় সদর উপজেলা কার্যালয়ের সামনে সদর নারী উন্নয়ন ফোরাম ও প্রিপট্রাস্ট অপরাজিতা প্রকল্পের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, অপরাজিতা প্রকল্পের জেলা সমন্বয়কারি মর্জিনা আকতার, জলি তালুকদার, মিতা ভুইয়া প্রমুখ।
এসময় মানববন্ধনে রাজনৈতিক সকল দলের কমিটিতে এক-তৃতীয়াংশ (৩৩%) নারীকে সম্পৃক্ত, সকল পর্যায়ের কমিটিতে সভাপতি, সহ-সভাপতি, সাধারন সম্পাদক, যুগ্ন সম্পাদক ও সংগঠনিক সম্পাদক পদে নারীদের সম্পৃক্ত করাসহ যেকোন একটি গুরুত্বপূর্ন পদে নারীদের অন্তর্ভুক্তিকরণ, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক-তৃতীয়াংশ (৩৩%) নারীকে মনোনয়ন দেওয়ার ব্যবস্থা করা, স্থানীয় পর্যায়ে কেবল মাত্র প্রতিকী অংশগ্রহণ নয়, নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান বক্তারা।
এছাড়াও মানববন্ধনে অংশগ্রহণকারী নারীরা বাংলাদেশ নির্বাচন কমিশন প্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ (সংশোধন-২০০৯) অনুচ্ছেদ ৯০বি-তে অনুযায়ী সকল রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটিসহ সকল কমিটিতে ৩৩% নাররীর প্রতিনিধিত্ব ২০২৫ সালের মধ্যে নিশ্চিত করার দাবি জানান।
পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা সহ জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের জেলা পর্যায়ের নেতৃবৃন্দের কাছে স্মারক লিপি প্রদান করা হয়।
মানববন্ধন কর্মসূচী পালন পূর্বে সদর উপজেলা কনফারেন্স রুমে নারীউন্নয়ন ফোরামের সভাপতি শাহীন রহমান সভাপতিত্বে স্থানীয় পর্যায়ের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com