বড়লেখায় জেলা প্রশাসকের মতবিনিময়, প্রশাসনের গতিশীলতা বৃদ্ধিতে রাজনৈতিক সম্প্রীতির বিকল্প নেই

September 25, 2024,

আব্দুর রব : মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন বলেছেন, প্রশাসনের গতিশীলতা বৃদ্ধিতে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্প্রীতি অত্যন্ত জরুরি, এর কোনো বিকল্প নেই। ৫ আগষ্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে নতুন সরকার গঠন পরবর্তী দেশের আইন-শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় সবচেয়ে বেশি ভুমিকা রেখেছেন এদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ।

তিনি বুধবার ২৫ সেপ্টেম্বর দুপুরে বড়লেখায় প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের সাথে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেন। জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন দেশের সর্ববৃহৎ হাকালুকি হাওড়পাড়ের তালিমপুর, বর্নি ও সুজানগর ইউনিয়নের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষা-দীক্ষায় এগিয়ে নেওয়ার ব্যাপারে ত্রি-বার্ষিক পরিকল্পনা গ্রহণ করতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে আহ্বান জানান।

ইউএনও নাজরাতুন নাঈমের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী প্রীতম সিকদার জয়, উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদুজ্জামান বিন হাফেজ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এমাদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি কাজী এনামুল হক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রনজিত কুমার পাল প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com