রাশীদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের স্কুল ড্রেস প্রদাণ

February 19, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ চল সাবাই পাঠশালা যাই, শিক্ষার বিকল্প নাই এই শ্লোগানকে সামনে রেখে শাহ সৈয়দ রাশীদ আলী ফাউন্ডেশন সু-শিক্ষা, অসহায় মানুষের চিকিৎসা সেবা ও দারিদ্রতা দুরিকরণে কাজ করে যাচ্ছে।
এরই ধারবাহিকতায় ১৯ ফেব্রুয়ারী রোববার কুলাউড়া পৌর শহরের আনন্দ বিদ্যাপিঠে কোমলমতি শিক্ষার্থীদের আপ্পায়ন করানো হয় ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের হাতে উপহার তুলে দেন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
ওইদিন কাদিপুর ইউনিয়নের গুপ্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন রেনুর অর্থায়নে স্কুল ড্রেস প্রদান করা হয়।


অনুষ্ঠান দুটিতে উপস্থিত ছিলেন, রাশিদ আলী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আল আইন আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসাইন আনু, আনন্দ বিদ্যাপিঠের অধ্যক্ষ মন্তুশ রায়, সীমান্তের ডাকের সম্পাদক মন্ডলির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম টিপু, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মতলিব, সীমান্তের ডাকের সিনিয়র রিপোর্টার মোক্তাদির হোসেন, গুপ্তগ্রাম সরকারি প্রথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি শাহীন আহমদ, প্রধান শিক্ষক অর্পন চক্রবর্তী, সহকারি শিক্ষিকা নাজমা বেগম, মিনারা বেগম, শ্রীমতি তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সামসুল ইসলাম, শিক্ষানুরাগী শামল দত্ত, রাশীদ আলী ফাউন্ডেশনের সদস্য পারভিন আক্তার, পারুল মিয়া ও ফটোগ্রাফার রিয়াজ উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com