রাস্তার পাশে এ্যাম্বুলেন্সে পড়ে রইল লাশ পাশে নেই স্বজন, ড্রাইভারও উধাও

July 1, 2021,

এম মুহিবুর রহমান মুহিব॥ শেখ বোরহান উদ্দিন (রহ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর দাফন কাপন ও সৎকার টিম গত ৩০ জুন ২০২১ বুধবার রাত ১০ ঘটিকা থেকে শুরু করে ভোর ৪ ঘটিকা পর্যন্ত সিলেট জেলার উসমানী নগর থানার সাদীপুর গ্রামের মৃত শোয়া মিয়ার স্ত্রী মোছাঃ আজিবুন নেছা টুনু (কোভিড ১৯) আক্রান্ত হয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট শামসুদ্দিন হাসপাতালে করোনা ইউনিটে মৃত্যু বরন করেন।
তার পরিবারের পক্ষ থেকে সংগঠনের দপ্তর সচিব সিরাজুল হাসানের সাথে যোগাযোগ করলে তিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিবকে জানান সংগঠনের দাফন কাপন ও সৎকার টিম প্রস্তুতি গ্রহন করে রাত ১০টায় টিম সাদীপুর গ্রামে পৌঁছে গিয়ে দেখা যায় রাস্তার পাশে এ্যাম্বুলেন্স এর মধ্যে লাশ পরে আছে। কেউ নেই পাশে ড্রাইভারও উধাও।
সেখান থেকে লাশ নিয়ে কাঁচা রাস্তা দিয়ে যেখানে পানি আর কাদা একাকার, কারণ এ বছরের মধ্যে আমাদের এলাকায় হয়েছে গতকালকেই সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে, দাফন কাপনের শুরু থেকে শেষ পর্যন্ত বৃষ্টিতে ভিজে সংগঠনের কর্মীরা কাজ করেন। লাশ বাড়িতে নিয়ে দেখা যায় গোসল করানোর মত কোনো মহিলা পাওয়া যাচ্ছে না।
তখন উনার মেয়েদেরকে বুঝিয়ে গোসল করাতে রাজি করে বাহির থেকে সহযোগিতা করেন আমাদের সদস্যরা।
তারপর আরো কঠিন পরিস্থিতি কবর খনন করার মতো কেউ নেই। সহযোগীতা আমরা করবো শুধু কবর খনন করার অভিজ্ঞ দুজন ব্যবস্থা করার কথা বলেলে অনেক খুঁজাখুঁজি’র পর দুজনকে ব্যাবস্থা করেন।
আমাদের সদস্যদের সহযোগিতায় কবর খনন করা হয়, কিন্তু দুঃখের বিষয় কবরের নিচ থেকে উঠতে থাকে শুধু পানি আর পানি। রাত ২ঃ৩০ মিনিটে ঢাকা সিলেট মহা সড়কে জানাজার নামাজ পড়ে কোনো রকম বালতি দিয়ে পানি সরিয়ে আজিবুন নেছা টুনু-কে তার জীবনের প্রিয় আদর এবং ভালোবাসার মানুষগুলোর অনুপস্থিতিতেই শুধু তাঁর ছেলে বিহীন তিন মেয়ে’র ঘরের ছোট ছোট নাতীদের উপস্থিতিতে তাকে চির নিদ্রায় শায়িত করা হলো।
সেজন্য বলি হে আল্লাহ তুমি একমাত্র মহা পরাক্রমশালী রব, তোমারই একমাত্র ক্ষমতা আছে। আমার এইসব ভাইদের বিনিময় দেয়ার,তুমি দয়া করও রহম করও আমাদের সকলের ইহকাল আর পরকালে উত্তম বিনিময় দান করো, এই বিদায় যাত্রা’য় অংশগ্রহণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব,
টিম লিডার -আশরাফুল খান রুহেল,সাংগঠনিক সচিব- সোহান হোসাইন হেলাল,টিম মেম্বার- মাহবুবুর রহমান খান অপু, ইয়াসিন তালুকদার, সিরাজুল ইসলাম,আমির হোসেন,নাঈম তালুকদার, কামরান আহমেদ চৌধুরী,তিতুমীর আহমেদ, রাফি খান,
দুপুর থেকে সংগঠনের কাজে ব্যাস্ত থাকায় শারীরিক ভাবে উপস্থিত না হতে পারলেও মানুষিক ভাবে মনে প্রানে আমাদের সাথে ছিনেন, দপ্তর সচিব- সিরাজুল হাসান ও অক্সিজেন সার্ভিস জেলা টিম লিডার-মোঃ সোহানুর রহমান সোহান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com