(ভিডিও সহ) রাস্তায় ডিম ভেঙে ও মুরগি ছেড়ে খামারিদের বিক্ষোভ রাস্থায়
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে পোল্ট্রি মুরগির একদিনের বাচ্চা ও খাদ্যের অতিরিক্ত মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং বাচ্চা উৎপাদনকারী কোম্পানির বাণিজ্যিকভাবে ব্রয়লার মুরগি ও ডিম উৎপাদন বন্ধের দাবিতে খামারিরা বিক্ষোভ মিছিল করেছেন।
১ জুন বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা পরিষদ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। খামারিরা জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে রাস্তার উপর ডিম ভেঙে ও মুরগি ছেড়ে বিক্ষোভ প্রদর্শণ করেন।
মিছিল শুরু আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শেখ মাহমুদুর রহমান, পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক জাহেদুল হক, পোল্ট্রি খামার রক্ষা পরিষদ সদর উপজেলা কমিটির সভাপতি শাহীন আহমদ, রাজনগর উপজেলা কমিটির সভাপতি সুহেল আহমদ প্রমুখ। মিছিলটি শহরের শাহ মোস্তফা সড়কে অবস্থিত জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে রাস্তার উপর ডিম ভেঙে এবং মুরগি ছেড়ে খামারিরা বিক্ষোভ প্রদর্শণ করেন। পরে প্রাণিসম্পদ কার্যালয়ের সামনেও এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,
২০১০ সালে প্রণীত পোল্ট্রি নীতিমালা অনুযায়ী যতদিন না সরকার মুরগির বাচ্চার দাম নির্ধারণ করে দিচ্ছেন। ততদিন আমরা মুরগির বাচ্চা তুলবো না। একটি বাচ্চা উৎপাদনে কোম্পানির সর্বোচ্চ ২২টাকা খরচ হয়। কোম্পানি ১১০ টাকা পর্যন্ত আমাদের কাছে বিক্রি করছে। সরকার ব্রয়লার বাচ্চা ৩০ টাকা এবং লেয়ার ৩২ টাকা নির্ধারণ করে দিয়েছিল। কিন্তু এটা কার্যকর হয়নি। এছাড়া কোম্পানির বাচ্চা ও ফিড উৎপাদন করার কথা। তারা এখন বাণিজ্যিকভাবে ব্রয়লার মুরগি ও ডিম উৎপাদন করছে। এতে হাজার হাজার খামার বন্ধ হয়ে যাচ্ছে।’
মন্তব্য করুন