রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজারের প্রতীকী দায়িত্ব পালন করলো সামিহা

October 24, 2024,

স্টাফ রিপোটার : কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ এফএম মৌলভীবাজারের সিনিয়র স্টেশন ম্যানেজার হিসেবে ১ ঘন্টার জন্য প্রতীকী দায়িত্ব পালন করলো মৌলভীবাজার ইম্পিরিয়েল কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী মায়িশা সামিহা।

যেসব পদে নারীর অংশ গ্রহন কম সে সব পদে কন্যা শিশুদেরকে আগ্রহী করে তোলার লক্ষ্যে বিশ্বব্যাপী গার্লস টেকওভার কর্মসূচি নেওয়া হয়েছে।

তারই অংশ হিসেবে বুধবার ২৩ অক্টোবর ন্যশনাল চিল্ডেনস টাস্ক ফোর্স এর আয়োজনে রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মো: মেহেদি হাসানের পদে ১ ঘন্টার জন্য প্রতীকী দায়িত্ব পালন করে মায়িশা সামিহা। দেশের ৬৪ জেলায় এ কার্যক্রম চলছে।

দায়িত্ব গ্রহন করার পর মায়িশা সামিহা জানান, আজ আমার মায়ের আসার কথা ছিল। কিন্তু আসতে পারেননি। আমাকে এ জায়গায় দেখে অনেক খুশি হতেন। আমি গর্ব বোধ করছি এত বড় একটি দায়িত্ব পেয়ে। এই দিন আমার জন্য স্বরনীয় হয়ে থাকবে।

এসময় রেডিও পল্লীকণ্ঠের কর্মীরা নতুন সিনিয়র স্টেশন ম্যানেজারের সাথে পরিচিত হন এবং রেডিওর কর্মীদের নিজ নিজ কাজ ও দায়িত্ব সম্পর্কে তাকে অবহিত করেন।

নারী ও শিশুর প্রতি সহিংসতা, বাল্য বিবাহ প্রতিরোধ, শিশু অধিকারসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করার আশ্বাস ও রেডিও পল্লীকণ্ঠের কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন মায়িশা সামিহা।

এ সময় রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মো: মেহেদি হাসান বলেন, নতুন সিনিয়র স্টেশন ম্যানেজারকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। তিনি যে নতুন দিকনির্দেশনা আমাদের দিয়েছেন তা ভবিষ্যতে আমরা কাজে লাগাবো।

মো: মেহেদি হাসান আরো বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। তারাই ভবিষ্যতে সমাজকে নেতৃত্ব দিবে। এ ধরনের কর্মসূচির মাধ্যমে তারা আরো উৎসাহিত হবে। আমি মায়িশা সামিহার উজ্জল ভবিষ্যত কামনা করি।

ন্যশনাল চিল্ডেন টাস্ক ফোর্স এর ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার দ্বীপ্র ধর অর্ঘ্য এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার ঐশী দেব, সদস্য সাদিয়া আক্তার রোশনি, শাহ মো: তানভীর আহমেদ রিমন, স্নিগ্ধ দাস, রাইনা নুজহাত, স্বস্তি দ্বীপ পাল, সমুদ্র পোদ্দার, ত্রিদিব ধর কাব্য, সৌমিক কর্মকার অর্ণব, মোরশেদুল হাসান নিয়নসহ রেডিও পল্লীকণ্ঠের সকল প্রযোজকবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com