রেডিও পল্লীকণ্ঠ এর আয়োজনে তথ্য ও সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান রঙিন ক্যাম্পাস অনুষ্ঠিত
![](https://i0.wp.com/www.patakuri.com/wp-content/uploads/2025/02/FB_IMG_1739435856544.jpg?fit=800%2C445&ssl=1)
পলি রানী দেব নাথ : রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ এফ এম মৌলভীবাজার এর আয়োজনে পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ে তথ্য ও সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান রঙিন ক্যাম্পাস অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার ১৩ ফেব্রুয়ারি রেডিও পল্লীকণ্ঠের অনুষ্ঠান প্রযোজক আল-আমীন ও রুমা বেগমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহ আলম মিয়া, সহকারী শিক্ষক সুমাইয়া সহিদ, সীমা রানী শীল, মইনুল ইসলাম, নুরুল ইসলাম, প্রান্ত দে, আব্দুর রহমান, রেডিও পল্লীকণ্ঠের ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হৃদয় সূত্রধর, অফিস সহকারী আরিফ হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।
বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গান,কবিতা,কৌতুক,নাটক পরিবেশন করেন।পাশাপাশি অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নিয়ে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ,বাল্যবিবাহ এবং মৌলভীবাজার জেলার ইতিহাস বিষয়ে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
শেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহ আলম মিয়া বলেন, রেডিও পল্লীকণ্ঠ রঙিন ক্যাম্পাস অনুষ্ঠান করেছে সেটা সত্যি প্রশংসার দাবি রাখে। এ ধরনের কুইজ প্রতিযোগীতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিভার বিকাশ ঘটে। রঙিন ক্যাম্পাস অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখা উচিত।
মন্তব্য করুন