রেললাইন মুক্ত লাউয়াছড়া জাতীয় উদ্যান করার দাবিতে কমলগঞ্জে মানববন্ধন
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান ভিতরের রেলপথের ধারের ২৫ হাজার গাছ কাটার রেওয়ের উদ্যোগের প্রতিবাদে “রেলমুক্ত লাউয়াছড়া জাতীয় উদ্যান” করার দাবিতে উদ্যানের ভিতরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। জাতীয় উদ্যানের বন, পরিবেশ ও জীব বৈচিত্র রক্ষা এবং রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সহ-ব্যস্থাপনা কমিটির পাহারাদার সদস্যরা (সিপিজি) বুধবার ২২ জুন বিকেলে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর এ মানববন্ধন কর্মসুচি পালন করে।
এ সময় লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম মোসাদ্দেক আহমদ (মানিক) বলেন, লাউয়াছড়া বাংলাদেশের জাতীয় সম্পদ। এই বন রক্ষায় সহ-ব্যবস্থাপনা কমিটি কাজ করে যাচ্ছে। এ ব্যাপারে ২৯ জুন কমিটির মাসিক সভায় বিভাগীয় বন কর্মকর্তার (বণ্যপ্রাণী) সাথে আলোচনা করে বন রক্ষায় যা যা করা দরকার কমিটি করবে এবং কমিটির সিদ্ধান্ত কার্য বিবরণীতে এনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে প্রেরণ করা হবে।
মন্তব্য করুন