রোকেয়া দিবসে জুড়ীতে ৪ নারী পেলেন জয়িতা পুরষ্কার

December 10, 2022,

হারিস মোহাম্মদ॥ আন্তর্জাতিক নারী নির্যাতন  ও রোকেয়া দিবসে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য জুড়ী উপজেলায় সফল চার নারীকে জয়িতা পুরস্কার দেওয়া হয়েছে।

শুক্রবার ৯ ডিসেম্বর সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভা কক্ষে রোকেয়া দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত হবিগঞ্জ জেলা কার্যালয়ের  উপ-সহকারী পরিচালক মো: মিজানুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মনসুর আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ক্রেডিট সুপারভাইজার মো: সুজাউদ্দৌলা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি রনজিত কুমার নাথ, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও মাইটিভি প্রতিনিধি মনিরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সদস্য ইমরুল ইসলাম, ইউনিয়ন কমিটির সহ-সভাপতি কাজী আমজাদ হোসেন, আব্দুল মোনাফ প্রমুখ। এ সময়  জয়িতা নারীগণ সবার সাথে তাদের অনুভূতি ব্যক্ত করেন।

বিভিন্ন ক্ষেত্রে জয়িতা পুরষ্কার প্রাপ্ত চার নারী হলেন-অর্থনীতিতে সাফল্য অর্জনকারী নারী রেশমা আক্তার, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে হোসনে আরা চৌধুরী, সফল জননী নারী ঝর্না রানী দেবনাথ,  সমাজ উন্নয়নে ভূমিকার জন্য তাহমিনা আক্তার। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে জয়িতা প্রাপ্ত নারীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথি বৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com