রোহিঙ্গাদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মৌলভীবাজারে আইনজীবী সমিতির মানববন্ধন
মাহবুবুর রহমান রাহেল॥ মিয়ানমারে রোহিঙ্গাদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৪ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে শহরের কোট রোডস্থ জেলা আইনজীবী সমিতির সম্মুখে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট কামরেল আহমদ চৌধুরীর পরিচালনায় ও জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি চাঁদ মুড়ালী সিংহ এর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সিনিয়র এডভোকেট বাবু শান্তি পদ ঘোষ, সিনিয়র এডভোকেট মুজিবুবুর রহমান মুজিব, এডভোকেট রমা কান্ত দাস গুপ্ত, এডভোকেট রঞ্জিত কুমার ঘোষ,এডভোকেট রাধা পদ দেব সজল, এডভোকেট আনোয়ার আক্তার চৌধুরী শিবলী প্রমুখ। বক্তারা বলেন, মায়ানমারে মুসলমানদের বাড়িত অগ্নিসংযোগ করা হচ্ছে মানুষ পুড়িয়ে মারা হচ্ছে, মা-বোনদের ধর্ষণ-খুন করা হচ্ছে। অথচ সেই দেশেরই শান্তিতে নোবেল বিজয়ী অং সান সুচি নির্বিকার ভঙ্গিতে রয়েছেন। এ হত্যাকান্ডের প্রতিবাদে সারা বিশ্ব উত্তাল হয়ে উঠলেও রোহিঙ্গাদের জন্য তিনি কোনো কথাই বলছেন না। মিয়ানমারে রোহিঙ্গাদের উপর হামলার ঘটনায় বিশ্ববাসীকে তাদের পাঁশে থাকার আহ্বান জানান সকলের প্রতি।
মন্তব্য করুন