(ভিডিও সহ) রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারে আল ইসলাহ ও তালমিযের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার॥মিয়ানমারে রোহিঙ্গাদের উপর সেনাবাহিনী কর্তৃক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারে প্রতিবাদ সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল করেছে আল ইসলাহ ও তালমিযে ইসলামিয়া বাংলাদেশ।
৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে শহরের সৈয়দ শাহ মোস্তফা দরগাহ শরীফের সম্মুখ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শাহ মোস্তফা সড়ক, চৌমোহনা চত্বর হয়ে লেইক রোড হয়ে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
এর আগে ঘন্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবশে মৌলভীবাজার সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামসুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজ আলাউর রহমান টিপু, আল ইসলাহর কেন্দ্রীয় সদস্য সিরাজুল ইসলাম সিদ্দিকী,জেলা সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান,সহ-সভাপতি মকবুল হোসেন খান, সাধারণ সম্পাদক মাওলানা এম এ আলিম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইউনুছ আলী, সদর উপজেলা সভাপতি মাওলানা মুক্তাদির হোসাইন,উলুয়াইল মাদরাসার অধ্যক্ষ মাওলানা বশির আহমদ, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ দীন, দরগা জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা মির্জা শামীম আহমদ, শহর আল ইসলাহর সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, বড়লেখা উপজেলা আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মাস্টার নাজিম উদ্দিন, তালামীযে ইসলামীয়ার জেলা সভাপতি নিলুর রহমান প্রমুখ।
অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা আল ইসলাহর সভাপতি মাওলানা আব্দুর রহমান, জুড়ী উপজেলা সভাপতি মাওলানা আব্দুস শহীদ, কুলাউড়া উপজেলা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবুল কালাম, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা বদরুল ইসলাম, পৌর সভাপতি মাওলানা আব্দুল ওয়াহিদ, পৌর সাধারণ সম্পাদক শিপলু বখশ, সাবেক পৌর সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, কমলগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, শ্রীমঙ্গল সভাপতি মাওলানা মুজিবুর রহমান মাদানী, সাধারণ সম্পাদক মাওলানা নাসির উদ্দিন,রাজনগর উপজেলা সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক রিয়াজুস সালেহী,জেলা আল ইসলাহ নেতা মাওলানা এম এ গাফফার, সাবেক তালামীয নেতা জাকির আহমদ জবলু,জেলা তালামীয নেতা রাজন আহমদসহ আল ইসলাহ,তালামীয ও লতিফা ক্বারী সোসাইটির নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের এদেশে আশ্রয় দিয়ে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। এছাড়া রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমার সরকারকে চাপ প্রয়োগ করার দাবী জানান। এছাড়া রোহিঙ্গা শব্দের অর্থ উদ্বাস্তু। তাই তাঁদেরকে এই নামে না ডাকার দাবী জানান তারা।
মন্তব্য করুন