রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে বড়লেখার দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির ত্রাণ বিতরণ
October 17, 2017,
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার বৃহত্তর দৌলতপুর গ্রামের প্রবাসীদের সংগঠন দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ১৭ অক্টোবর মঙ্গলবার কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং শরনার্থী ক্যাম্প-২ এর ৯০০ রোহিঙ্গা পরিবারকে প্রায় ৬ লাখ টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে ১০ সদস্যেও প্রতিনিধি দল সেখানে উপস্থিত হয়ে প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এসময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব হায়াত মো. ফিরোজ, কক্সবাজার জেলা ম্যাজিস্ট্রেট হাসান বিন আলী, উখিয়া ইউএনও নিখারুজ্জামান প্রমূখ। প্রতিনিধি দলের সদস্যরা হলেন সাংবাদিক কাজী রমিজ উদ্দিন, মাওলানা কমর উদ্দিন, তায়েফ আহমদ, সুহেল আহমদ, আতিকুর রহমান, আবু জামান, সাহেল আহমদ, কামরুল ইসলাম, নাঈমুল হোসাইন প্রমূখ।
মন্তব্য করুন