(ভিডিও সহ) রোহিঙ্গা সংকটে ভারত সমর্থন দেয় আবার সমর্থন দেয় না: চিফ হুইপ ফিরোজ
ওমর ফারুক নাঈম॥ জাতীয় সংসদের চিপ হুইপ আসম ফিরোজ বলেছেন, সামনেই জাতীয় সংসদ নির্বাচন। ঠিক সেই মুহুর্তে রোহিঙ্গা আঘাত আসল। প্রায় ছয় লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে ডুকে গেছে। জাতিসংঘ সহ সাড়া বিশ্বের অনেকগুলো দেশ সমর্থন দিয়েছে। শুধুমাত্র চীনকে আমরা হারিয়েছে। চীনের সমর্থন এখন পর্যন্ত আমরা পাই নাই। ভারত কখনও সমর্থন দেয় আবার কখনও সমর্থন দেয় না। ভারত গণতান্ত্রিক দেশ নিশ্চই রোহিঙ্গাদের সমর্থনে আসবে।
শুক্রবার ১৫ সেপ্টেম্বর বিকেলে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশনের আয়োজিত প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপর উল্লেখিত কথাগুলো বলেন তিনি। মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মো: শাহাবউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য অধ্যাপক রফিকুর রহমান, সিলেট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মৌলভীবাজার আওয়ামীলীগের সহ-সভাপতি মোহাম্মদ ফিরুজ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন ।
আ.স.ম ফিরোজ আরো বলেন, প্রধান বিচারপতি একটি রায় দিয়েছেন। সেই রায়টা কি কারণে? সেই রায়টি কিছু রাজনীতিক দলকে খুশি করার জন্য। এবং রায়ে যাদের মতামত দিয়েছেন তারাও মুক্তিযুদ্ধ ও আওয়ামীলীগের পক্ষে এখন আর কাজ করেন না। তারাও ষড়যন্ত্র নিয়ে ব্যস্ত। শেখ হাসিনাকে পছন্দ করে না আওয়ামীলীগকে পছন্দ করে না। যেই কথাটা বিএনপি বলে সেই কথাটা প্রধান বিচারপতি দিয়ে বলে দেশে বিশৃংখলা সৃষ্টি করাচ্ছে।
স্মরণসভা পরিচালনা করেন সৈয়দ মহসীন আলীর কন্যা সৈয়দা সাবরিনা শারমিন, শুভেচ্ছা বক্তব্য রাখেন সৈয়দ মহসিন আলী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দা সানজিদা শারমিন। স্মরণ সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সম্পাদক মসুদ আহমদ, সাবেক বৃট্রিশ কাউন্সিলার ও যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি এমএ রহিম (সিআইপি), জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল ও কামাল হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রণি ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান রণি সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া এবং শিল্পকলা একাডেমিতে তিনদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদে¦াধন করা হয়।
মন্তব্য করুন