র‌্যাবের পৃথক অভিযানে ১০৪৯ বোতল ফেনসিডিল, ৭৭৮৫ পিস ইয়াবা ও ১৪২ বোতল বিদেশী মদসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

August 3, 2024,

স্টাফ রিপোর্টার॥ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯, সিলেট একাধিক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থান থেকে ১০৪৯ বোতল ফেনসিডিল, ৭৭৮৫ পিস ইয়াবা ও ১৪২ বোতল বিদেশী মদসহ ০৪ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল অদ্য ০১ আগস্ট ২০২৪ খ্রিঃ তারিখ ভোর আনুমানিক ০৬:১৫ ঘটিকায় সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৮৪৯ বোতল ফেনসিডিল উদ্ধারপূর্বক ১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি সিলেট জেলার গোয়াইনঘাট থানার বাসিন্দা মোঃ কামাল আহমেদ (৪২) এবং দিনের অপর আরেকটি অভিযানে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এর একটি আভিযানিক দল সুনামগঞ্জ জেলার বিশ^ম্ভরপুর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১৪২ বোতল বিদেশী মদ উদ্ধার করতে সক্ষম হয়।

অপর আরেকটি অভিযানে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল গত ৩১ জুলাই ২০২৪ খ্রিঃ তারিখ সকাল আনুমানিক ০৮:৩০ ঘটিকায় সিলেট জেলার ওসমানীনগর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ৭৭৮৫ পিস ইয়াবাসহ ২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা যশোর জেলার শার্শা থানার মোঃ জিয়ারুল ইসলাম (৪৬) এবং মোঃ রহিম বাদশা (৪৫)।

এছাড়াও, অপর আরেকটি অভিযানে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল গত ৩১ জুলাই ২০২৪ খ্রিঃ তারিখ সকাল আনুমানিক ০৪:৪৫ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধারপূর্বক ০১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার বাসিন্দা রতন কাজী (৪২)।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com