র্যাব -৯ এর পৃথক অভিযানে ইয়াবা ও বিদেশী মদসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৯ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ জেলার বিশম্ভরপুর থানাধীন এলাকা থেকে ৫৫ পিছ ইয়াবা ও ২৮ বোতল বিদেশী মদসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গোপন সংবাদের রবিবার ১ সেপ্টেম্বর ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এর একটি আভিযানিক দল রাত আনুমানিক ২ ঘটিকায় সুনমাগঞ্জ জেলার বিশম্ভরপুর থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৫ পিছ ইয়াবা উদ্ধারপূর্বক ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা ১: জিয়াউর রহমান (৪০), পিতা মৃত আব্দুল হাশিম ২: মো: শাহিনুর আলী (৩৫), পিতা মৃত আব্দুল হাশিম ৩: মো: স্বপন মিয়া (২৭), পিতা-মৃত আব্দুস ছুবান এবং ৪: মো: মোরশেদ মিয়া (৩৬), পিতা-মৃত নিজাম উদ্দিন, সর্ব থানা-বিশ্বম্ভরপুর, জেলা-সুনামগঞ্জ। এছাড়াও একই দিনের অপর আরেকটি অভিযানে রাত আনুমানিক ১১:১০ ঘটিকায় সুনামগঞ্জ জেলার বিশ^ম্ভরপুর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ২৮ বোতল বিদেশী মদসহ ০১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি সুনমাগঞ্জ জেলার বিশ^ম্ভরপুর থানার বাসিন্দা মো: কামরুল ইসলামের ছেলে মো: সাইফুল ইসলাম সইফুল (২৪)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত বিশ^ম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন