র্যাবের অভিযানে মাদক বিক্রয় অর্থ উদ্ধারসহ ৪ জন আটক
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি অপরাধ দমন, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, জঙ্গি দমন, সন্ত্রাস দমন, অপরাধীকে গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার, মানব পাঁচারকারী গ্রেফতার, জাল টাকা উদ্ধার ও ভিকটিম উদ্ধারসহ আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ০১ সেপ্টেম্বর ২০১৭ ইং তারিখ ১৩০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল এডি জে.এম ইমরান এর নের্তৃতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ভাড়াউড়া এলাকায় জনৈক শুকদেব @ খোকা এর বসত বাড়ী থেকে ০৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও মাদকদ্রব্য (গাঁজা) বিক্রয় লব্ধ অর্থ ১৮,১৩৮/-(আঠার হাজার একশত আটত্রিশ) টাকা উদ্ধারসহ ০৪ জন’কে আটক করে র্যাব। আটককৃত আসামীদের নাম ও ঠিকানাঃ ১। শুকদেব @ খোকা (৬৫), পিতাঃ মৃত হেমলাল, সাং-ভাড়াউড়া, ২। মোঃ মোরছালিন আলী (২২),পিতাঃ মোঃ ওমর আলী, সাং-সিরাজনগর, ৩। মোঃ কয়েস মিয়া (৩৫), পিতাঃ মৃত আঃ মান্নান, কাকিয়া বাজার ও ৪। মোঃ সৈয়দ মিয়া (৩০), পিতাঃ মোঃ চাঁন মিয়া, সাং-খাস গাও, উভয় থানাঃ শ্রীমঙ্গল, জেলাঃ মৌলভীবাজার। গ্রেফতারকৃত আসামীরা মৌলভীবাজারের বিভিন্ন থানায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছে। তাহারা মাদকের পাইকারী ও খুচরা ব্যবসায়ী। উল্লেখ্য যে, ১ নং অভিযুক্ত শুকদেব @ খোকা এর বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় একাধিক মামলা রয়েছে এবং সে একজন শারীরিক প্রতিবন্ধী ও তার ডান পায়ে কৃত্রিম পা লাগিয়ে চলাফেরা করে। কৃত্রিম পায়ের অজুহাতে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করিয়া যুব সমাজকে ধ্বংস করছে। গ্রেফতারকৃতরা লোক চক্ষুর অন্তরালে দীর্ঘদিন যাবৎ মাদকের ব্যবসা করে আসছে। তাদেরকে গ্রেফতার করার স্থানীয় জনগন স্বস্তি প্রকাশ করেছে। গ্রেফতারকৃত অভিযুক্তদের ও উদ্ধারকৃত মাদক দ্রব্যসমূহ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় মামলার মূলে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন