র্যাবের ভ্রাম্যমান আদালতের ৫টি প্রতিষ্ঠানকে ৬ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার॥ র্যাব হেডকোয়ার্টারের ভ্রাম্যমান আদালতের একটি বিশেষ টিম মৌলভীবাজারে অভিযান চালিয়ে ১টি কনফেকশনারী ও ৪টি বেকারী সহ ৫টি প্রতিষ্ঠানকে ৬ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার দূপুরে মৌলভীবাজার শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত নিষিদ্ধ হাইড্রোস রাখা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরীর অপরাধে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন র্যাব হেড কোয়াটারের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান। অভিযান শেষে বিকেলে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারস্থ শ্রীমঙ্গল র্যাব-৯ ক্যাম্পের অধিনায়ক মেজর আহমেদ নোমান জাকি, উপসহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান সহ র্যাবের একটি দল।
জরিমানা করা হয়েছে সম্রাট বেকারীকে ১ লক্ষ টাকা, ন্যাশনাল ফুড ১ লক্ষ টাকা, আল মদিনা ফুড ৫০ হাজার টাকা, আনন্দ বেকারী ১ লক্ষ ২০ হাজার টাকা ও আরও একটি প্রতিষ্ঠানকে ৩ লক্ষ টাকা সহ মোট ৬ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ।
মন্তব্য করুন