লতিফা খানম শিক্ষা কল্যাণ পরিষদ বৌলাশীর গাজী বাড়ির  উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ

April 21, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে লতিফা খানম শিক্ষা কল্যাণ পরিষদ বৌলাশীর গাজী বাড়ী শ্রীমঙ্গলের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস প্রদান ও স্কুলে নিয়মিত উপস্থিতি এবং সদাচরণের জন্য ৩ শিক্ষার্থীকে ক্রেষ্ট এবং বই প্রদান করা হয়।

এ উপলক্ষে সোমবার ২১ এপ্রিল কলেজ রোডস্থ শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এক সংক্ষিপ্ত  আলোচনা অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা ও অত্র স্কুলের প্রধান শিক্ষক মো: আবু তাহের শাহেদ গাজীর এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক এটিএম আনোয়ার গাজী। স্কুলের সহকারি শিক্ষক আব্দুল্লাহ আল মনসুর এর সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গলের প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমেদ, স্কুলের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো, আশরাফুল ইসলাম কামরুল, জাতীয়তাবাদী সংগ্রামী দল মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি হামিদুর রহমান আব্দুল হামিদ ও সংগঠনের সহকারী পরিচালক ও শাহ মোস্তফা জামিয়া ইসলামিয়া উচ্চ  বিদ্যালয়ের সহকারী শিক্ষক নার্গিস আক্তার। অনুষ্ঠান শুরু’র পূর্বে পবিত্র কোরআন তেলাওয়াত করেন স্কুলে ৮শ্রেণি শিক্ষার্থী আল মনির। অনুষ্ঠানে সংগনের পক্ষ থেকে দারিদ্র ১৪ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস প্রদান ও স্কুলে নিয়মিত উপস্থিতি এবং সদাচরণের জন্য ৩ শিক্ষার্থীকে ক্রেষ্ট এবং বই প্রদান করা হয়। জানাযায়, লতিফা খানম শিক্ষা কল্যাণ পরিষদ বৌলাশীর গাজী বাড়ী শ্রীমঙ্গল দীর্ঘদিন যাবৎ বিভিন্ন উন্নয়নমুলক, সমাজসেবা ও আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com