লন্ডনে জগন্নাথপুর পৌরমেয়রের সাথে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের মতবিনিময়
লন্ডন প্রতিনিধি॥ লন্ডন সফররত জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ সাথে সুনামগঞ্জ জেলা জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন(ইউকে )আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা বলেছেন , সুনামগঞ্জ ইতিহাস ঐতিহ্য ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ থাকলে ও জেলার আরো অনেক উন্নয়ন প্েরয়াজন। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সুনামগঞ্জের উন্নয়ন প্রয়োজনীয়তা অনুধাবন করে উন্নয়নের জন্য অনেক ঘোষনা দিয়ে যাচ্ছেন এবং কিছু কিছু ঘোষণা বাস্তবানাধীন।এ জন্য বক্তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে , প্রধানমন্ত্রীর অন্যান্য ঘোষনা বাস্তবায়নের দাবী জানিয়ে তার বরাবরে সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশের হাইকমিশনার এর মাধ্যমে স্বারকলিপি প্রদান এর কথা উল্লেখ করে, অসম্পূর্ণ উন্নযন ত্বরান্বিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।জেলার উন্নযনে প্রধানমন্ত্রীর দেওযা উন্নযন ঘোষনা গুলো বাস্তবায়িত হলে জেলার মানুষের দূর্ভোগ কমবে বলে তারা আশা প্রকাশ করেন।
৪ সেপ্টেম্বর রবিবার ওয়েস্টলন্ডনের সামীস স্পাইস রেষ্টুরেন্টে সংগঠনের ট্রেজারার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস শহীদের সৌজন্যে অনুষ্ঠিত সভাটি আব্দুশ শহীদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয়। এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও সিলেট এমসি কলেজের সাবেক ভিপি শিক্ষাবিদ ইকবাল হোসেন । সংগঠনের সাধারণ সম্পাদক শিক্ষাবিদ ও ব্যারিষ্টার মোহাম্মদ ফজলুল হকের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয় । মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংবর্ধিত পৌরমেয়র আলহাজ্ব আব্দুল মনাফ,সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ আবুল কাসেম ,বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ ব্যারিস্টার অনূকূল তালুকদার ডাল্টন,সংগঠনের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী হাজী রফিক মিয়া ,ভাইস চেয়ারম্যান শফিক আহমদ,ডক্টর রোয়াব উদ্দিন ,সাদেক কোরেশী ,এম এ কাইয়ূম মিয়া ,হাবিবুর রহমান মিল্লিক,আরমান আলী।সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিএসসির সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল কাইয়ূম কায়সার, প্রবীণ ক্যাটারার এ আর খান,। সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক নিয়াজুল ইসলাম চৌধুরী ,আনোয়ার কামাল দুলাল,আকিকুর রহমান খান,জয়নাল আবেদীন ,বদরুল ইসলাম,আব্দুর রহিম শামীম ,শামসাদুর রহমান রাহিন প্রমূখ ।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৈৗর মেয়র আব্দুল মনাফ বলেন, তিনি একজন প্রবাসী প্রতিনিধি হিসেবে জগন্নাথপুর পৌরসভার উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। এতে তিনি প্রবাসীদের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে দ্বিতীয় পর্যায়ে সঙ্গীত পরিবেশন করেন শিল্পি হাসি রানী ও স্থানীয় শিল্পিরা ।
মন্তব্য করুন