লন্ডনে প্রবাসীদের ক্ষমতায়ন অধিকার,স্বীকৃতি ও জাতি গঠন একটি এনআরবি প্রেক্ষাপট শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

লন্ডন প্রতিনিধি : লন্ডনে প্রবাসীদের ক্ষমতায়ন: অধিকার, স্বীকৃতি ও জাতি গঠন – একটি এনআরবি প্রেক্ষাপট শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনদের উপস্থিতিতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের আয়োজনে লন্ডনে প্রবাসীদের ক্ষমতায়ন ও জাতি গঠন শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।
গত ১৭ মার্চ সোমবার বিকালে পূর্ব লন্ডনের বেথনালগ্রীন রোডের একটি হলে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উদ্যোগে প্রবাসীদের ক্ষমতায়ন : অধিকার ,স্বীকৃতি ও জাতি গঠণ শীর্ষক এক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃটেনের বাংলাদেশের মাননীয় হাই কমিশনারের পক্ষে হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি মীর নূরানী রূপমা।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনর কমিউনিটি লিডার ও সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং সদস্য সচিব ড. মুজিবুর রহমানের পরিচালনায় ‘প্রবাসীদের ক্ষমতায়ন: অধিকার, স্বীকৃতি ও জাতি গঠন-একটি এনআরবি প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় কি নোট স্পিকার হিসেবে মূল বক্তব্য উপস্থাপন করেন বিলেতের ইমিগ্র্যাশন জাজ সলিসিটর বেলায়েত হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব ও সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, নিউহ্যাম কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলর রহিমা রহমান, সংগঠন এর কো- কনভেনর মসুদ আহমদ, টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম, গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, কমিউনিটি ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ী সিরাজ হক, সাবেক সিভিক মেয়র কাউন্সিলার পারভেজ আহমদ, কাউন্সিলর রিতা ইসলাম, কেবিনেট মেম্বার কাউন্সিলার আবু তালহা চৌধুরী, সংগঠনের সাউথ ইস্ট রিজিওনের কনভেনর হারুনুর রশিদ, কো- কনভেনর জামাল হোসেন, সিনিয়র জয়েন্ট কনভেনর মোঃ তাজুল ইসলাম, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারি তাইছির মাহমুদ, সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস এর সভাপতি ব্যারিস্টার আব্দুল গাফফার, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, ওয়ার্ক পারমিট ক্লাউডের সত্ত্বাধিকারী ব্যারিস্টার লুৎফুর রহমান, সাবেক স্পিকার আহবাব হোসাইন, ৭১ এর বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সেক্রেটারি গুলজার খান, ট্রেজারার আখলাক আহমদ, ব্যারিস্টার মাসুদ আহমদ চৌধুরী ,সাংবাদিক রহমত আলী, সাংবাদিক খালেদ মাসুদ রনি, মানব টিভি সম্পাদক সাংবাদিক সাঈদ চৌধুরী, ড. আজিজুল আম্বিয়া ও ড. আজমল চৌধুরী প্রমুখ ।
মন্তব্য করুন