লন্ডনে বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে ওয়েলসবাসীর শ্রদ্ধা জ্ঞাপন
লিমন ইসলাম॥ গনতন্ত্রের মাতৃভূমি নামে খ্যাত মাল্টি কালচ্যারাল ও মাল্টিন্যাশনালের বৃটেনের ওয়েলস বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য. জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১’ইন ইউকের সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর. এর নেতৃত্তে এক প্রতিনিধি দল শোকে’র মাস আগস্ট উপলক্ষে ১৫ আগষ্টের কালো রাত্রীতে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে আসলে সেন্ট্রাল লন্ডনের বঙ্গবন্ধু ভাস্কর্যে প্রতিনিধি দলকে ভাস্কর্যের প্রতিষ্টাতা লন্ডন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা আফসার খান সাদেক স্বাগত জানান। প্রতিনিধি দলে ছিলেন যুক্তরাজ্য বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের সাংগঠনিক সম্পাদক যুবনেতা শাহ শাফি কাদির, সংগীত শিল্পী সৈয়দ শামা কবির. ওয়েলস ছাত্রলীগের সভাপতি বদরুল মনসুর হক. ও সাধারন সম্পাদক শাহজাহান তালুকদার শাওন। বঙ্গবন্ধু ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপনের পর জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১’ইন ইউকের সভাপতি ও ওয়েলস যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ মকিস মনসুর তার বক্তব্যে বলেন বঙ্গবন্ধু মানে বাংলাদেশ. বঙ্গবন্ধু মানে বাংলার মানচিত্র.বঙ্গবন্ধুর ৭ ই মাচের ভাষনের কথা উল্লেখ করে মকিস মনসুর বলেন ইউনেস্কোর ‘মেমোরি অফ দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ যুক্ত হওয়া ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ: বঙ্গবন্ধুর অমর কাব্য: যে ভাষন এখনো প্রতিধ্বনিত হয় প্রতিটি বাঙালির হৃদয়ে..যে ভাষন এনে দিয়েছে স্বাধীনতা..”এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রামএবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম” পিতৃহারা বাঙ্গালীর শোক পরিনত হোক শক্তিতে.আদর্শ হোক আমাদের প্রেরনার উৎস,। যুক্তরাজ্য বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের সাংগঠনিক সম্পাদক যুবনেতা শাহ শাফি তার বক্তব্যে যারাই লন্ডনে বেড়াতে আসবেন বঙ্গবন্ধু ভাস্কর্য এসে দেখে যাওয়ার আহবান জানান। ভাস্কর্যের প্রতিষ্টাতা লন্ডন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আফসার খান সাদেক ওয়েলস থেকে আগত প্রতিনিধিবৃন্দের জন্য আপ্যায়ণের ব্যাবস্থা করেন।
মন্তব্য করুন