লন্ডনে মেয়র আব্দুল মনাফের সাথে জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থার মতবিনিময়
লন্ডন প্রতিনিধি॥ ইউকে সভায় সংগঠনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাশ রাখার জন্য প্রবাসীদের দাতাদের সহযোগিতায় একটি হিমাগার নির্মানের কথা জানালে সংবর্ধিত পৌর মেয়র এতে একজন প্রবাসী দাতা হিসেবে সাথে থাকার প্রতিশ্রতি দেন।
২৯ আগস্ট সোমবার ব্রিকলেইনের একটি রেষ্টুরেন্টে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তাহের কামালী।সংস্থার সাধারণ সম্পাদক নোমান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলার আব্দুল মোকিত চুন্নু,রাজনীতিবিদ নুরুল হক লালা মিয়া ,সাবেক মেয়র দরস উল্লাহ ,জগন্নাথপুর বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান সাজ্জাদ মিয়া ,সৈয়দ আবুল কাসেম,কমিউনিটি নেতা আফিজ আলী,মামুনুর রশীদ এমবিই,শফিক আহমদ ,ভিপি ইকবাল হোসেন,মোবারক আলী,শাহ আলম কামালী,শেখ মোহাম্মদ ফার”ক ,নূর বকস,সৈয়ত জয়তু মিয়া ,শেখ ইছতাব উদ্দিন ,আব্দুস শহিদ ,সংগঠনের ট্রেজারার সুমন আহমদ,সহ-সভাপতি রুহুল আমিন,কামাল হোসেন ,জাকির আহমদ,সৈয়দ বেলাল ,শরীফুজ্জামান চৌধুরী প্রমূখ ।অনুষ্ঠানে সংগঠনের সভাপতি তাহের কামালী বিভিন্ন উন্নয়ন মূলক কাজের কথা জানালে মেয়র সহ অন্যান্য সকল অতিথিরা সহযোগিতার আশ্বাস প্রদান করেন।সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন রাসেল আহমদ।অনুষ্ঠানে বক্তারা পৌরমেয়র আব্দুল মনাফকে যুক্তরাজ্য প্রবাসীদের একজন প্রতিনিধি হিসেবে উল্লেখ্ করে বলেন,প্রবাসীদের সাবির্ক উন্নয়নে তিনি কাজ করবেন বলে আশা প্রকাশ করেন ।
মন্তব্য করুন