লন্ডনে সন্ত্রাসী হত্যাকান্ডের প্রতিবাদে বৃষ্টল শাহজালাল মসজিদ কমিটির উদ্যেগে আলোচনা সভা ও ইফতার মাহফিল
খায়রুল আলম লিংকন॥ স্থানীয় কাউন্সিলর মাহমুদুর রহমান খান সুলতান এর পরিচালনায় ও মসজিদ কমিটির ট্রাস্টী আহমেদ উস-সামাদ এর স্বাগতবক্তব্যের মাধ্যমে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে মেয়র অফ বৃষ্টল মারভিন রিস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লর্ড মেয়র কাউন্সিলর লেসলি আলেক্সজান্ডার,পুলিশ এন্ড ক্রাইম কমিশনার এভন এন্ড সামারসেট স্যু মউন্ট স্টিভেনস, হাই শেরিফ অব বৃষ্টল এন্থনি ব্রাউন,ডেপুটি লর্ড মেয়র অব সুইন্ডন কাউন্সিল জনাব আলী, আব্দুল ওয়াহাব ওবিই প্রমুখ।
অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর আন্না কেন,কাউন্সিলর ক্লাইভ স্টিভেন,কাউন্সিলর আব্দুল আমীন, বাংলাদেশ হাউজ সভাপতি ফকরুল আলী, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ি মখলিছ মিয়া, সমাজ সেবক ছমরুল হক, মোর্শেদ আহমদ মতচ্ছির, নাছিম তালুকদার সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ ।
বক্তাগণ তাঁদের প্রতিক্রিয়ায় বলেন কোন ধর্মেই কোন ধরনের অপরাধের স্থান নেই। ইসলাম শান্তির ধর্ম। ইসলামকে ব্যবহার করে যারা হত্যা নানা ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি করে তাঁদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানানো হয়।
আর যারা এই হামলার পেছনে রয়েছে তাদের একটাই উদ্দেশ্য আমাদেরকে বিভক্ত করা। “কিন্তু তারা এই কাজে কখনওই সফল হবে না।
কারণ প্রতিটি হামলার পরই আমাদের কমিউনিটি ঐক্যবদ্ধ হয়ে একে অপরের পাশে দাঁড়িয়েছে।এবারও এর ব্যতিক্রম হবে না। তাঁরা হত্যাকা-ে সকল নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পেশ ও জঙ্গীবাদের বিপক্ষে ইসলাম ধর্মের অবস্থান শীর্ষক আলোচনা করেন মাওলানা শেখ ইলিয়াস.
তিনি বলেন রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। আর এই পবিত্র কোরআন থেকে মানব জাতি হেদায়েত নিবে। হজরত আদম (আঃ) থেকে ইসলাম শুরু হয়ে আমাদের মহানবী (সাঃ) এর নিকট ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে। সেই হিসেবে আমরা পরম সৌভাগ্যবান। রমজান মাস হচ্ছে আল্লাহর পক্ষ থেকে উপহার স্বরূপ। আমরা যেন মহান আল্লাহপাকের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে রোজা রাখতে পারি এবং আল্লাহর প্রিয় বন্দায় পরিণত হতে পারি।
ইফতার মাহফিলে বিপুল সংখ্যক মুসল্লি ও এলাকার বিভিন্ন ধর্মের মুরব্বিরা উপস্থিত ছিলেন। মাওলানা আব্দুল আজিজ এর দোয়ার মাধ্যমে মাহফিলের কাজ শেষ হয়।
মন্তব্য করুন