লন্ডন প্রবাসী রফিক আহমদের সাথে প্যারিসে মতবিনিময়
ফ্রান্স প্রতিনিধি॥ কানাইঘাট এসোসিয়েশন ইউকে’র উপদেষ্টা, সাহিত্যিক, মানবাধিকার কর্মী রফিক আহমদ রফিক এক সংক্ষিপ্ত সফরে ফ্রান্সের রাজধানী প্যারিসে এসেছেন।
রবিবার ১৮ আগস্ট সন্ধ্যায় প্যারিসে বসবাসরত কানাইঘাট উপজেলার প্রবাসীদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্যারিসের একটি অভিজাত রেস্টুরেন্টে ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটি নেতা জয়নুল আবেদীনের সভাপতিত্বে এবং সাংবাদিক দেলওয়ার হোসেন সেলিমের পরিচালনায় এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি, প্রবাসে বাংলা পত্রিকার সম্পাদক অধ্যাপক অপু আলম, সাংবাদিক হাফিজুর রহমান। কানাইঘাট প্রবাসীদের মধ্যে বক্তব্য রাখেন এমাজ উদ্দিন রুবেল, এনাম আহমদ, শরিফ আহমদ, সাইফুর রহমান শিপু, হাসান আহমদ, ইউনুছ আলী প্রমুখ।
রফিক আহমদ রফিক বলেন, সিলেটের কানাইঘাট একটি প্রাচীন ঐতিহ্যবাহী জনপদের নাম। শিক্ষা দীক্ষা, ধন ধান্যে সমৃদ্ধ এক জনপদ। উন্নত জীবন , মার্জিত অভ্যাস।সংস্কৃতি ও সামাজিক বৈশিষ্ট্য নিয়ে এলাকার লোকজন গর্ব করেন। সর্বত্র মুল্যবান অবদান রেখে দেশ ও জাতীকে সমৃদ্ধ করছেন। ইউকে এবং ইউরোপে সুনাম বৃদ্ধি করছেন। নিজেদের প্রতিষ্ঠার জন্যে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেছেন, ফ্রান্সে কানাইঘাট প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে নাড়ির টানে আরোও এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
মন্তব্য করুন