লবন ব্যবহারের প্রভাব বিষয়ক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার॥ খাদ্যে অতিরিক্ত লবন ব্যবহারের ক্ষতিকর প্রভাব বিষয়ে মৌলভীবাজারে দিনব্যাপী এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ নভেম্বর বৃহস্পতিবার সিভিল সার্জনের সম্মেলন কক্ষে (ইপিআই ভবন) অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তী এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ২৫০ শর্য্যা হাসপাতালের উপ-পরিচালক ডাঃ নজরুল ইসলাম,জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর উপ-পরিচালক এ,কেএম,আব্দুস সোহবান। স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো: নাসির উদ্দিন এর পরিচালনায় এ্যাডভোকেসি সভায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ডাঃ মলয় কান্তি ধর। রিসোর্সপারসন হিসেবে ্এ্যাডভোকেসি সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা বুরো ডেপুটি চীফ মোঃ ফজলুর রহমান, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মোওদুদুল হক । এ্যাডভোকেসি সভায় খাবারে অতিরিক্ত লবন পরিহার করে স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে চলার বিষয়ে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়।
মৌলভীবাজার সিভিলসার্জন কার্যালয়ের সহযোগিতায় স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরো এ এ্যাডভোকেসি সভার আয়োজন করে। এতে জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা,ব্যবসায়ী,শিক্ষক, চিকিৎসক, সাংবাদিকসহ মোট ৬৫জন অংশগ্রহন করেন।
মন্তব্য করুন