লস্করপুর ভ্যালীর ২৩টি চা বাগানে চা শ্রমিকদের কর্মবিরতির ডাক

August 21, 2016,

সাইফুল ইসলাম॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার বৈকুণ্ঠপুর চা বাগানের শ্রমিকদের প্রায় ৪ মাস যাবৎ মজুরী আর রেশন বন্ধ প্রতিবাদে সোমবার ২২ আগস্ট হবিগঞ্জের লস্করপুর ভ্যালীর ২৩টি চা বাগানে দুই ঘন্টার কর্মবিরতির ডাকা দিয়েছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন। একই সঙ্গে বিভিন্ন দাবীতে দেশের সিলেট,জুড়ী,লংলা,মনু-ধলই,বালিশিরা ও চট্ট্রগ্রাম ভ্যালীতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বারকলিপি পেশ করা হবে বলে জানিয়েছেন চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার।
১৯ আগষ্ট শুক্রবার সকাল ১১টা থেকে ৬ঘন্টাব্যাপী বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সদর দপ্তর শ্রীমঙ্গলের লেবার হাউসে কেন্দ্রীয় কমিটির এক বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে ৬টি ভ্যালির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি বলেন, বৈকুন্ঠপুর চা বাগানের বর্তমান পরিস্থিতির উপর আলোচনা হয়। মজুরী,রেশন,চিকিৎসা এর কোনটি পাচ্ছে না চা শ্রমিকরা। বৈঠকে চলমান আন্দোলনকে এগিয়ে নেয়াএবং দাবী না আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া চুক্তি মোতোবেক অস্থায়ী শ্রমিকদের মজুরী স্থায়ী শ্রমিকদের সমান মজুরী দেওয়া কথা।ফিনলে চা কোম্পানীসহ ছোট ছোট কিছু বাগান তা দিচ্ছেনা। এসব বাগানের অস্বায়ী চুক্তি মোতাবেক সমান মজুরীর দেয়ার আহবান জানানো হয় সভায়।
ওই সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার ও সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী, শ্রীউধনী কুর্মী, বালিশিরা ভ্যালির বিজয় হাজরা, লস্করপুর ভ্যালীর অবিরত বার্তি, লংলা ভ্যালীর শহীদুল ইসলাম, মনু-ধলাই ভ্যালীর গোপাল মুনিয়া, জুড়ী ভ্যালীর কমল বোনার্জী, সিলেট ভ্যালীর কৃপেশ বোর্নাজী সহ প্রমুখ ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com