লাউয়াছড়া জাতীয় উদ্যান কমিউনিটি পেট্রোলিং গ্রুপের মাঝে পোশাক ও উপকরন বিতরণ
স্টাফ রিপোর্টার : কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটি ও সুফল প্রকল্পের যৌথ উদ্যোগে শ্রীমঙ্গলের মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যাবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কার্যালয় প্রাঙ্গনে মঙ্গলবার ১৯ নভেম্বর সকাল ১১ ঘটিকায় ৪১ জন কমিউনিটি পেট্রোলিং গ্রুপের (সিপিজি) পুরুষ ও নারী সদস্যদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে।
পোশাক বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ ব্যাবস্থাপনা নির্বাহী কমিটির সদস্য সচিব ও রেঞ্জ কর্মকর্তা মো: সহিদুল ইসলাম, সহ ব্যাবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ, জনক দেববর্মা, প্রতিবেশ প্রকল্পের সাইট অফিসার, মনিরুজ্জামান প্রমুখ।
এসময় লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন রক্ষায় নিয়োজিত কমিউনিটি পেট্রোলিং গ্রুপের ২৬ জন পুরুষ সদস্য ও ১৫ জন নারী সদস্যদের মাঝে ১ টি করে পোষাক,২টি কটি, ২ টি ক্যাপ, ১টি টর্চ লাইট, ও ১ টি করে বাঁশি মোট ৪১ জন সিপিজি সদস্যদের হাতে তুলে দেয়া হয়।
মন্তব্য করুন