লাউয়াছড়ায় গাড়ী চাপায় আহত মায়া হরিণ:সেবা ফাউন্ডেশনে চিকিৎসাধীন
সাইফুল ইসলাম॥ শ্রীমঙ্গলে লাউয়াছড়ায় জাতীয় উদ্যান এলাকায় গাড়ী চাপায় আহত মায়া হরিণটিকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে চিকিৎসাধীন আছে।
১২ নভেম্বর শনিবার শ্রীমঙ্গল বনপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) তবিবুর রহমান এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন শুক্রবার রাতে লাউয়াছড়া উদ্যানে ভিতরে এ ঘটনা ঘটে।
এসিএফ আরো বলেন, পরে আহত হরিণটিকে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে ভেটেরিনারি সার্জেনের পরামর্শক্রমে চিকিৎসার ব্যবস্থার কাজ করেন।
জানা গেছে, শুক্রবার রাতে লাউয়াছড়ায় গাড়িভাঙা ব্রীজ নামক স্থানে ঢাকা থেকে শমসেরনগরগামী যাত্রীবাহী বাস তাজ পরিবহনের ধাক্কায় আহত হয় হরিণটি। এসময় ওই বাসের পেছনে আসা সিএনজি চালিত একটি অটোরিকশার দুই যাত্রী হরিণটিকে উদ্ধার করে লাউয়াছড়া রেস্ট হাউজে নিয়ে আসেন।
শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, হরিণটির ডান হাঁটুর হাঁড় ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। তিনি বলেন,সুস্থ হতে সময় লাগবে।
মন্তব্য করুন