লাউয়াছড়ায় ট্রেনে কাটা পড়ে বিরল প্রজাতির ২টি সাপের মৃত্যু
October 2, 2016,
কুলাউড়া অফিস॥ মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় পার্কের অভ্যন্তরে ট্রেনের চাকায় কাটা পড়ে দুইটি বিরল প্রজাতির সাপের মৃত্যু হয়েছে।
শ্রীমঙ্গলের বণ্যপ্রানী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগ সুত্র জানায়,
৩০ সেপ্টেম্বর শুক্রবার ভোরে ট্রেনে কাটা পড়ে বিরল প্রজাতির শঙ্খিনী ও বিকেলে দাঁড়াশ সাপটি মারা যায়। এ বনে প্রায়ই সড়ক ও রেলপথে সাপসহ বিভিন্ন বণ্যপ্রাণী মারা যাচ্ছে।
ক্রিয়েটিভ কনজারভেশন এলায়েন্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার সিজার রহমান বলেন, গত ৫ বছর ধরে তিনি লাউয়াছড়ায় সাপ নিয়ে গবেষণা করছেন। তার গবেষণায় দেখা গেছে, লাউয়াছড়ায় প্রতি বছর পাঁচ থেকে সাত শত সাপ দুর্ঘটনায় মারা যাচ্ছে। তিনি বলেন, দুর্ঘটনারোধ করতে হলে এ বন থেকে সড়ক ও রেলপথ সরিয়ে নিতে হবে।
মন্তব্য করুন