লাউয়াছড়ায় ডেমু ট্রেন লাইনচ্যুত : ১০ ঘন্টা বন্ধ থাকার ট্রেন লাইন চালু

June 11, 2017,

বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজারের লাউয়াছড়া সংরক্ষিত বনের ভেতর রেললাইনের উপর ভেঙ্গে পড়া গাছের সাথে ধাক্কা লেগে আখাউড়া থেকে সিলেট গামী ডেমু ট্রেনের ইঞ্জিনসহ ২টি বগি লাইন চ্যুত হয়েছে। এতে শনিবার রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরে।
শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশনের মাষ্টার ফয়জুর রহমান জানান, শনিবার ১০ জুন রাত ১০টার দিকে আখাউড়া থেকে আসা ডেমু ট্রেনটি লাউয়াছড়া এলাকা অতিক্রম করার সময় রেল লাইনের উপর গাছ পড়ে গেলে ধাক্কা লেগে ট্রেনের ইঞ্জিন ও তার সাথের একটি বগি লাইন চ্যুত হয়ে পড়ে। খবর পেয়ে রাত ২টার দিকে কুলাউড়া ও আখাউড়া থেকে পৃথক দুটি উদ্বারকারী ট্রেন এসে উদ্বার কাজ শুরু করে।
এ ঘটনার পর সিলেট চট্টগ্রাম ও ঢাকা সিলেট রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ষ্টেশন মাষ্টার আরো জানান উদ্ধার কাজ শেষে সকাল ৮টার দিকে ট্রেন লাইন চালু হয়।
এতে শ্রীমঙ্গল ও ভানুগাছ ষ্টেশনে আটকা পড়ে চট্টগ্রামগামী উদয়ন, ঢাকা গামী উপবন ও লকাল ট্রেন সুরমা ও জালালাবাদ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com