লাউয়াছড়ায় বনের অপদখলকৃত জমি উদ্ধার করে কয়েক হাজার ফলদ ও ভেষজ বৃক্ষ রোপন

July 2, 2016,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে অবৈধভাবে গড়ে উঠা লেবু বাগান অপসারন করে সেখানে রোপণ করা হচ্ছে বিভিন্ন প্রজাতির ফলদ,বনজ, ও ঔষধী বৃক্ষ।
২ জুলাই শনিবার বিকেলে লাউয়াছড়ার জানকিছড়া এলাকায় এই বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্বোধন করেন বিভাগীয় বন কর্মকর্তা (বন্যপ্রানী) মিহির কান্তি দো। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান, বৃক্ষ সংরক্ষনে প্রধান মন্ত্রীর জাতীয় পুরস্কার প্রাপ্ত সাংবাদিক বিকুল চক্রবর্ত্তী, রেঞ্জ কর্মকর্তা সাহেব আলী , বিট কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।

tree-plantation-02
বিভাগীয় বন কর্মকর্তা মিহির কান্তি দো জানান, লাউয়াছড়া জাতীয় উদ্যানে বেশ কিছু জমি অপদখলীয় ছিল। যেখানে ছিল লেবু বাগান। সম্প্রতি তা উদ্ধার করা হয় এবং এ উদ্ধারকৃত জায়গাসহ লাউয়াছড়ার ভিতরে অপেক্ষাকৃত কম বৃক্ষরাজীর স্থলে প্রায় সাড়ে ১২ হাজার ফলদ,বনজ, ও ঔষধী বৃক্ষের চারা রোপন করা হবে। এসময় তিনি বনায়নকৃত জমির পরিমান প্রায় ৫ হেক্টর হবে বলে জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com