লাউয়াছড়ায় ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্ঠমী উপলক্ষ্যে বন্যপ্রাণী অবমুক্ত

August 14, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে। সোমবার দুপুরে লাউয়াছড়া বনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে এ প্রাণী গুলো অবমুক্ত করেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টর এর অতিরিক্ত পরিচালক মেজর এস এম শাহীনুল ইসলাম। অবমুক্ত করা প্রাণীগুলো হচ্ছে- একটি মেছো বাঘ,

একটি অজগর সাপ, একটি গন্ধগকুল, একটি সোনালী হনুমানসহ আরও বেশ কিছু  প্রাণী। এ সময় বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব, ডা: হরিদপদ রায়, স্বপন রায়, সুশীল শীল, জহর তরফদার, জগদীশ দেব সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, বিভিন্ন সময়  এ প্রাণীগুলো মানুষের হাতে আটকা পড়ে। আহতবস্থায় উদ্বার করে তাঁর বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে সেবাযতেœর পর সোমবার দুপুরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষ্যে তা অবমুক্ত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com