লাউয়াছড়ায় বিজিবির বন্যপ্রাণী অবমুক্ত
সাইফুল ইসলাম॥ লাউয়াছড়া জাতীয় উদ্যানে বাংলাদেশ বর্ডার গার্ড(বিজিবি) শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল আশরাফুল ইসলাম উদ্ধার হওয়া বন্যপ্রাণী অবমুক্ত করেছেন।
৫ ফেব্রুয়ারী রবিবার বিকেলে ৪৬ বর্ডার গার্ড (বিজিবি) আয়োজনে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকীছড়া বনে এসব বন্যপ্রানী অবমুক্ত করা হয়।
বন্যপ্রাণীর মধ্যে রয়েছে ১০টি তক্ষক,২টি বন বিড়াল,১টি মেছোবাঘ,৩টি পরিযায়ী পাখি।
বন্যপ্রাণী অবমুক্তকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী প্রকৃতি ও সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো, ল্যাফটেনেন্ট কর্ণেল আনিসুর জামান,ল্যাফটেনেন্ট কর্ণেল নিয়ামূল কবির,৪৬ বিজিবির মেজর মাহমুদ, এসিএফ তবিবুর রহমান ও লাউয়াছড়া বিট অফিসার (বন্যপ্রাণী) মো.রেজাউল করিম, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জণ দেব ও পরিচালক সজল দেব।
লাউয়াছড়া বিট অফিসার রেজাউল করিম বলেন,বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন থেকে ২টি বন বিড়াল,১টি মেছোবাঘ,৩টি পরিযায়ী পাখি। তিনি বলেন, শনিবার শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী কালিঘাট এলাকা থেকে ১০টি তক্ষক উদ্ধার করার পর রবিবার লাউয়াছড়া উদ্যানে অবমুক্ত করে বিজিবি। বাকিগুলো সেবা ফাউন্ডেশন থেকে অবমুক্ত করা হয়।
মন্তব্য করুন