(ভিডিও সহ) লাউয়াছড়া বনে এবার ২৫ হাজার ফলজ বৃক্ষ রোপনের উদ্যোগ নিয়েছে বিজিবি
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনে এবার ২৫ হাজার ফলজ বৃক্ষচারা রুপনের উদ্যোগ নিয়েছে বিজিবি শ্রীমঙ্গল সেক্টর।
৩০ মে মঙ্গলবার দুপুরে লাউয়াছড়া বনের বাঘমারা এলাকায় এ কর্মসূচীর উদ্বোধন করেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টর এর সেক্টর কমান্ডার কর্ণেল আশরাফুল ইসলাম। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, মেজর আসিফ বুলবুল, সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান, লন্ডন প্রবাসী খায়রুল ইসলাম, সাংবাদিক বিকুল চক্রবর্তী ও বিশ্বজিৎ ভট্টাচার্য্য বাপন প্রমূখ।
এসময় বন বিভাগের লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে এক আলোচনা সভায় বৃক্ষ রোপন ও পরিচর্যার নিয়ম ও উপকারীতার উপর গুরুত্ব আরোপকরে প্রধান অতিথি বক্তব্যদেন।
বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার জানান, লাউয়াছড়া বনের বাঘমারা, ডরমেটরি ও লেইকের চার পাশে প্রায় ৫ একর জমিতে তারা ২৫ হাজার বৃক্ষ রোপন করে দিবেন। যার মধ্যে বেশি ভাগই পশুপাখির খাবার উপযোগী ফলজ বৃক্ষ থাকবে।
একই সাথে তিনি শ্রীমঙ্গল সেক্টর ও সেক্টরের অধিন ৪৬ বিজিবিকে লাউয়াছড়ার গাছ রক্ষায় বিশেষ নজরদারীর নির্দেশদেন। একই সাথে বনবিভাগকেও সহায়তার আশ্বাসদেন।
মন্তব্য করুন