লাউয়াছড়া বনে সোনালী হনুমানকে গুরুতর আহতবস্থায় উদ্ধার করেছে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের লাউয়াছড়া বনের বিপন্ন প্রজাতির একটি সোনালী হনুমানকে গুরুত্বর আহতবস্থায় উদ্ধার করেছে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
সোমবার ৪ জুন সকালে শ্রীমঙ্গল রাধানগর গ্রামে একটি প্রাপ্ত বয়স্ক সোনালী হনুমান আহত অবস্থায় পরে থাকতে দেখে রাধানগর গ্রামের সামছুল ইসলাম বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। পরে সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব ঘটনাস্থলে গিয়ে গুরুত্বর আহত প্রাণীটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল পশু হাসপাতালে নিয়ে আসেন। শ্রীমঙ্গল প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, প্রাণীটির মুখমন্ডল, হাত, পা, বুক ও পায়ের বেশ কিছু অংশ পুড়ে গেছে। লেজের মধ্য অংশ দ্বি খন্ডিত হয়ে ঝুলে গেছে। প্রাণীটিকে চিকিৎসা দিয়ে নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে।
এ ব্যপারে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব জানান, প্রাণীটি কিভাবে আঘাত প্রাপ্ত হয়েছে তা কেউ জানাতে পারেনি। তবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক লাইনে লেগে এই ঘটনা ঘটতে পারে। কারন রাধানগর, জেরিন ও লাউয়াছড়া বনের ভিতর দিয়ে খোলা বিদ্যুৎ লাইন প্রবাহিত হয়েছে। যে কারনে প্রায়ই বিভিন্ন প্রাণী বিদ্যুতপৃষ্ট হয়ে পুড়ে মারা যায়।
মন্তব্য করুন