লাউয়াছড়া বন ও জীববৈচত্র্য রক্ষা আন্দোলন কমিটির বিবৃতি

November 19, 2016,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ আমরা লাউয়াছড়া বন ও জীববৈচত্র্য রক্ষা আন্দোলন কমিটি বিভিন্ন মাধ্যমে কয়েক মাসে লাউয়াছড়া বনের ভিতর দিকের রেল ও সড়ক পথে বারবার বন্যপ্রাণী আহত ও নিহত হবার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এবং দ্রুত স্থায়ী সমাধানের জোড় দাবি জানাচ্ছি।
লাইয়াছড়া বনের ভিতরের খাসিয়া পুঞ্জি ও পাশের মাগুরছড়া পুঞ্জির বাসিন্দাদের স্থানান্তরে সরকারি সিদ্ধান্তকে আমরা ‘স্পর্শকাতর’ হিসাবে দেখছি।
আমরা বন রক্ষার তাগিদ থেকে সকলের সাথে আলোচনার মাধ্যমে যে কোন পদক্ষেপ নেয়ার পক্ষে।
লাউয়াছড়া বনের ভিতরের অংশের সড়ক পথ রাত্রিকালিন সময়ে বন্ধ করার নীতিগত সরকারি সিদ্ধান্তকে আমরা অভিনন্দন জানাই তবে বনের ভিতরের রেলপথ ও সড়ক পথকে স্থায়ীভাবে দ্রুত অন্যদিকে সরিয়ে নিতে হবে। বনের গাছ চুরির ঘটনা বন ধ্বংসের অন্যতম কারণ মনে করি কিন্তু এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নিতে হবে যা অতি জরুরী।
১৯ নভেম্বর শনিবার দুপুরে সংগঠনটির আহ্বায়ক জলি পাল, যুগ্ম আহ্বায়ক জাবেদ ভূঁইয়া, ও সম্বনয়ক-রেইন ফরেস্ট কনভেনশন ২০১৭ আবুল হাসান, সদস্য সচিব লাউয়াছড়া বন ও জীববৈচত্র্য রক্ষা আন্দোলন কমিটির স্বাক্ষরিত এক বিবৃতিতে তারা এ দাবী জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com