লাউয়াছড়া বন গবেষণা কার্যালয়ের সামন থেকে মূল্যবান আগর গাছ চুরি
সাইফুল ইসলাম॥ মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন গবেষণা কেন্দ্র সিলভিকালচার রিসার্চ বিভাগের কার্যালয়ের সামনে ও বিট অফিসারের কার্যালয়ের ১০০গজ দূরে অবস্থিত জীবন্ত আগর গাছের ডাল কেটে নিয়েছে চোরচক্র।
২৬ মে শুক্রবার ভোররাতে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে বন গবেষণা কার্যালয়ের সামনে জীবন্ত আগর গাছের ডাল কেটে নেয় চোরচক্র।
সরেজমিনে গিয়ে জানা যায়,বন গবেষণা কার্যালয়ে সামনে পাঁচফুট বের একটি ১৫ ফুট উচ্চতার একটি জীবন্ত আগর। চোরচক্র বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আগর গাছের উপরে উঠে গাছ চোর। প্রায় দুই ফুট বের একটি আগর গাছের ডাল কেটে খাসিয়া পুঞ্জির ভেতর দিয়ে গাছ নিয়ে পালিয়ে যায়। চুরি হওয়া আগর গাছের আনুমানিক মূল্য প্রায় দুই লক্ষ টাকা হবে জানান বন বিভাগের কর্মকর্তারা।
লাউয়াছড়া বনগবেষণা কেন্দ্র সিলভিকালচার রিসার্চ বিভাগের কার্যালয়ের ফরেষ্ট রেঞ্জ অফিসার জুনায়েদ আহমদের কাছে আগর গাছ চুরি নিয়ে জানতে চাইলে তিনি বলেন,লাউয়াছড়ায় গাছ রক্ষা করা আমাদের দায়িত্ব না। আমাদের কাজ হল বন নিয়ে গবেষণা করা। তিনি আরও বলেন, রাতে যখন চোররা আগর গাছ কাটে তখন আমাদের সিলভিকালচার রিসার্চে নিয়োজিত মনির হোসেন ও আতাউর রহমান এই দুইজন সাথে সাথে বিট অফিসারকে তাঁর কার্যালয়ে গিয়ে জানায়। কিন্তু বিট অফিসারের কোন সাড়া শব্দ দেয়নি। পরে চোররা গাছ কেটে নিয়ে যাওয়ার পর সকালের দিকে তিনি ঘটনাস্থলে আসেন।
লাউয়াছড়া বিট অফিসার অফিসার মো.আনোয়ার হোসেন বলেন,আগর গাছ কাটার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে যাই। চোররা গাছ নিয়ে খাসিয়া পল্লীর দিকে পালিয়ে যায়। তিনি আরও বলেন, আমি ১৫ দিন ধরে ঘুমাইতে পারি নাই। ঘটনার রাতে একটু ঘুমিয়ে ছিলাম। লাউয়াছড়া বনে বন প্রহরী আছে তাদের উপর বিশ্বাস রাখতে পারছি না। কারণ তাদের কারণে লাউয়াছড়ায় গাছ চুরি আরও বাড়ছে। আমি কোন দিকে যাই,কি করি তা আমার মনে হয় পাহারাদার গাছ চোরকে বলে দেয়। চুরি হওয়া গাছ উদ্ধারের জন্য অভিযান চলছে।
মন্তব্য করুন