(ভিডিও সহ) লাউয়াছড়া বেড়াতে আমেরিকান রাষ্ট্রদূত
সাইফুল ইসলাম॥ বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন্টস ব্লুম বার্নিকাট বলেন,আমি বিশ্বাস করতে পারছি না এত সুন্দর একটি জায়গায় এসেছি। এত ভাল লাগছে শুধু বাংলাদেশের না,পৃথিবীরও গৌরব। ইউএসআইড এখানে অনেক কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকারের সাথে এই বনকে সংরক্ষণ করার জন্য। সেগুলো দেখতে এখানে আসছি।
১২ ফেব্রুয়ারী রবিবার সকালে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকা ঘুরে নিজেই এতথ্য জানিয়েছেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন,ইউএসএই’র প্রধান জেনিনা জারুজেল্সকি, মৌলভীবাজার জেলা প্রসাশক(ডিসি) তোফায়েল ইসলাম,পুলিশ সুপার মোহাম্মদ শাহ্জালাল,বন্যপ্রাণী প্রকৃতি ও ব্যবস্থাপনা সংরক্ষণ বিভাগের ডিএফও মিহির কুমার দো, ক্রেল প্রকল্পের রিজিওয়নাল কো-অডিনের্টর মো.মাজহারুল ইসলাম জাহাঙ্গীর,লাউয়াছড়া কো-ম্যানেজমেন্ট এর সভাপতি মুছাদ্দিক আহমদ মানিক,এসিএফ তবিবুর রহমান,লাউয়াছড়া বিট অফিসার রেজাউল করিম।
প্রসঙ্গত:রবিবার সকালে মার্সিয়া স্টিফেন্টস ব্লুম বার্নিকাট দুইদিনের এক সফরে শ্রীমঙ্গলে আসেন। তিনি রবিবার লাউয়াছড়াসহ জেলার বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখেন। বিকেলে ইউএসএইড’র লিডারসীপ সেমিনার রয়েছে। সন্ধ্যায় গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ হোটেলে অবস্থান করবেন। রাত্রীযাপন করবেন চা বোর্ডের নিয়ন্ত্রনধীন হোটেল টি রিসোর্ট। পরদিন সোমবার সকাল সাড়ে ৯টায় ফিনলে টি কোম্পানির বালিশিরা ভ্যালী ক্লাবে চা শ্রমিকদের সাথে বৈঠক করবেন।
মন্তব্য করুন