লিগ্যাল নোটিশ
সৈয়দ আবুল হাসানাত
এডভোকেট
১নং বার ভবন, জজ কোর্ট, মৌলভীবাজার
লিগ্যাল নোটিশ
তারিখ : ১৮/০৬/২০২৩ইং
দাতা : মোঃ সজ্জাদুর রহমান, পিতা-মোঃ আমির উল্লাহ, সাং-তাহার লামু, ডাকঘর-বালীসহস্্র, উপজেলা-রাজনগর, জেলা-মৌলভীবাজার।—-নোটিশ দাতা। পক্ষে-সৈয়দ আবুল হাসানাত, এডভোকেট।
গ্রহীতা : মোছাঃ রুজিনা আক্তার, পিতা-মৃত মোঃ ফরিদ মিয়া, সাং-ডেফল উড়া, ডাক-টেংরাবাজার, উপজেলা-রাজনগর, জেলা-মৌলভীবাজার ।—-নোটিশ গ্রহীতা ।
আমি নিম্নস্বাক্ষরকারী আমার মক্কেল নোটিশদাতা কর্তৃক আইনজীবী নিযুক্ত হইয়া তাহার প্রদত্ত তথ্য উপাত্তের ভিত্তিতে সর্বসাধারণের জ্ঞাতসারে জানানো যাইতেছে যে, আমার মোয়াক্কেল অত্র নোটিশদাতা, নোটিশ গ্রহীতা বরাবরে তাহাদের মধ্যকার বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত তালাকনামার নোটিশ বিগত ১৭/০৫/২৩ইং তারিখ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ নোটিশ গ্রহীতা বরাবরে পাঠানো হইয়াছিল। নোটিশ গ্রহীতার সহিত আমার মোয়াক্কেল ও নোটিশ দাতার কোন প্রকার দাম্পত্য সম্পর্ক নাই এবং নোটিশ গ্রহীতা আমার মোয়াক্কেল নোটিশ দাতার অজ্ঞাতসারে তাহার নাম ব্যবহার পূর্বক বিশ্বাস ভঙ্গ করিয়া অনৈতিক ভাবে লোন গ্রহণ করিয়াছেন মর্মে অবগত হইয়াছেন। ইহাতে আমার মোয়াক্কেলের সম্মান নষ্ট হইয়াছে। বর্তমানে অত্র নোটিশ গ্রহীতা আমার মোয়াক্কেল নোটিশ দাতার স্ত্রী নহেন এবং তাহাদের মধ্যে কোন প্রকার দাম্পত্য সম্পর্ক বিদ্যমান নাই। এমতাবস্থায় অত্র বিজ্ঞপ্তি দ্বারা সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে, নোটিশ গ্রহীতার সহিত কেহ কোন প্রকার আর্থিক কিংবা বৈষয়িক যেকোন প্রকার লেনদেন করিলে আমার মোয়াক্কেল অত্র নোটিশদাতা দায়ী থাকিবে না। সর্ব সাধারণের অবগতির জন্য অত্র নোটিশ বিজ্ঞপ্তি আকারে প্রচারিত হইল।
বি: দ্র: অত্র লিগ্যাল নোটিশের অবিকল কপি আমার নিকট সংরক্ষিত আছে।
নোটিশ দাতার পক্ষে-
সৈয়দ আবুল হাসানাত
এডভোকেট,
জজ কোর্ট, মৌলভীবাজার।
মোবা: ০১৭৩৫-৩৯৭৮৩৬
মন্তব্য করুন