লীলানাগ স্মৃতি পরিষদের দ্বিবাষির্ক সভা অনষ্ঠিত

April 13, 2025,

শংকর দুলাল দেব : বিপ্লবী লীলানাগ স্মৃতি পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের ওয়েস্টার্ন রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। বৃটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নারী নেত্রী, নারী শিক্ষা বিস্তারের পথিকৃত ও ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রথম ছাত্রী লীলাবতী নাগের স্মৃতি রক্ষার্থে এ সংগঠনের উদ্ভব হয়।

সংগঠনটির সূত্রে জানাযায়, মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁওয়ের বৃটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নারী নেত্রী, নারী শিক্ষা বিস্তরের পথিকৃত ও ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রথম ছাত্রী লীলাবতী নাগের বৈচিত্রময় কর্মজীবনের স্মৃতি রক্ষার্থে মৌলভীবাজার জেলার শিক্ষক, সাংবাদিক, লেখক, ব্যবসায়ী, চিকিৎসক সহ বিভিন্ন শ্রেণি-পেশার গুণীজন সমন্বয়ে লীলাবতী নাগের স্মৃতি বিজরিত রাজনগর উপজেলার পাঁচগাঁওয়ের বাড়ি দখল মুক্ত করে তার স্মৃতি সংরক্ষনের উদ্দেশ্যে ২০২৩ সালে ৫১ সদস্য বিশিষ্ট এ সংগঠনের যাত্রা শুরু হয়। কমিটির মেয়াদ দুই বছর পূর্ণ হলে ১১ এপ্রিল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় সাধারন সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন মৌলভীবাজার মহিলা সমিতির সভানেত্রী ডাঃ দিলশাদ পারভীন চৌধূরী। সংগঠনের সভাপতি এড. রমা কান্ত দাশ গুপ্তের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খসরু চৌধূরীর সঞ্চালনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী ডাঃ এম এ আহাদ, জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. জয়নুল হক, কর আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. বদরুল হোসেন, বিশিষ্ট লেখক সৈয়দ কামাল আহমদ বাবু, বিশিষ্ট সাংবাদিক সরওয়ার আহমদ। বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা হেনা চৌধূরী, অধ্যাপক শাহানারা

রুবি, শিক্ষক/সাংবাদিক শংকর দুলাল দেব, বিপুল চক্রবর্তী, অরুন দাশ প্রমুখ। বিপ্লবী লীলানাগ স্মৃতি পরিষদের সাধারণ সভার মাধমে আগামী দুই বছরের জন্য সর্বসম্মত ভাবে এড. রমা কান্ত দাশ গুপ্তকে সভাপতি, খসরু চৌধূরীকে সাধারণ সম্পাদক, মো: আবুল কালাম আজাদকে সাংগঠনিক ও ধীরাজ ভট্টাচার্য্যকে কোষাধ্যক্ষ হিসেবে পুনির্বাচন করা হয়। কমিটির অন্যান্য পদ গুলো শীঘ্রই পূরণ করে পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হবে বলে সংগঠন সূত্রে জানাযায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com