লেখকরাই তাদের লেখার মাধ্যমে জঙ্গিবাদমনন থেকে বিপথগামীদের ফিরিয়ে আনতে পারেন..

August 21, 2016,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ দেশের চলমান জঙ্গিহামলা ও নাশকতামুলক কর্মকান্ডের প্রতিবাদে শ্রীমঙ্গলে সাংবাদিক ও লেখকদের মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক ও লেখকরাই পারেন তাদের লেখার মাধ্যমে জঙ্গিবাদমনন থেকে বিপথগামীদের ফিরিয়ে আনতে।
২০ আগষ্ট শনিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল হবিগঞ্জ সড়কে শ্রীমঙ্গল সাংবাদিক অঙ্গনের সামনে কেন্দ্রীয় সাংবাদিকদের আহববানে শ্রীমঙ্গলের লেখক ও সাংবাদিকরা এক মানববন্ধন কর্মসূচীর আয়োজন করেন। একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্যদেন সিলেট বিভাগের বিশিষ্ট লেখক প্রপেসর নৃপেন্দ্র লাল দাশ, লেখক ও সাংবাদিক দ্বীপেন্দ্র ভট্টাচার্য, অধ্যাপক অবিনাশ আচার্য্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লেখক বুলবুল আনাম, কলামিষ্ট সৈয়দ আমির”জ্জামান, আরটিভির স্টাপ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোম, মাইটিভির মৌলভীবাজার প্রতিনিধি সঞ্জয় কুমার দে, সাংবাদিক অসীম পাল শ্যামল, সাংবাদিক রজত শুভ্র চক্রবর্তী, ক্রীড়ামোদী মিলন দাশ গুপ্ত, সাংবাদিক সুমন বৈদ্য, সাংবাদিক নান্টু রায়, সাংবাদিক আবুজার বাবলা, লেখক মৃদুল কান্তি পাল মলয়, লেখক ও সমালোচক বিকাশ দাশ বাপ্পন, কবি তানিশা চৌধুরী, কবি তোফায়েল আহমদ, তর”ন সাংবাদিক তোফায়েল আহমদ পাপ্পু, অরবিন্দু পাল প্রমূখ।
মানববন্ধন শেষে শ্রীমঙ্গল সাংবাদিক অঙ্গনে এ বিষয়ের উপর একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় শ্রীমঙ্গলের নবীণ প্রবীন সাংবাদিক ও লেখকরা উপস্থিত থেকে এ বিষয়ে লেখালেখি আরো জোরদার করার বিষয়ে সবাইমত প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com