শমশেরনগরে ইসলামিক মিশনে দুঃস্থ মহিলার মাঝে যাকাত ভাতা বিতরণ
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের কমলগঞ্জ শমশেরনগর ইসলামিক মিশনে বিনামূল্যে সেলাই প্রশিক্ষনার্থী ৫৮ জন দুঃস্থ মহিলাদের মাঝে যাকাতের ভাতা বিতরন করা হয়েছে।
বুধবার ২৭ নভেম্বর সকাল সাড়ে ১১টায় যাকাত বোর্ড পরিচালিত ও শমশেরনগর ইসলামিক মিশনের আয়োজনে ইসলামিক মিশনের হলরুমে এ যাকাতের ভাতা বিতরন করা হয়।
ইসলামিক মিশন শমশেরনগর সিনিয়র মেডিকেল অফিসার ডা. মৌসুফা মেহেরীবান এর সভাপতিত্বে ও মিশনের প্রোগ্রাম অফিসার মুমিনুল হক এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে ছিলেন ব্রাম্মনবাড়ীয়া বিজয় নগর ক্ষিরাতলা ইসলামীক মিশনের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. মোহেব্বুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দৈনিক ভোরেরডাক কমলগঞ্জ প্রতিনিধি মো. জয়নাল আবেদীন, বিলেরপার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, ইসলামিক ফাউন্ডেশন কমলগঞ্জ ফিল্ড সুপারভাইজার মো. ইকবাল হোসেন, সেলাই প্রশিক্ষক আব্দুল খালিক। এছাড়াও উপস্থিত ছিলেন মো. পাবেল হোসেন, নাহির উদ্দিন প্রমুখ।
আলোচনা সভা শেষে সেলাই প্রশিক্ষনার্থী ৫৮ জন দুঃস্থ মহিলাকে পাঁচ হাজার টাকা করে যাকাতের ভাতা বিতরণ করা হয়। ধর্ম মন্ত্রণালয়ের অধীনস্থ যাকাত বোর্ডের অর্থায়নে ও শমশেরনগর ইসলামিক মিশনের উদ্যোগে এসব ভাতা বিতরণ করা হয়।
উল্লেখ্য, যাকাত বোর্ড কর্তৃক পরিচালিত শমশেরনগর ইসলামিক মিশনে প্রতি অর্থ বছরে ৪ মাসে ২০ জন করে দুঃস্থ মহিলাদের ৩ ব্যাচে ৫৮ জন মহিলাকে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষনার্থীদের মাঝে পাঁচ হাজার টাকা করে যাকাত ভাতা প্রদান করা হয়। প্রতি অর্থ বছরের ৩ ব্যাচের ৩ জন করে ৯ জনকে সেলাই প্রশিক্ষন শেষে ৯টি সেলাই মেশিন প্রদান করা হয়।
মন্তব্য করুন