শরীরচর্চা সম্মেলন অনুষ্ঠিত

May 19, 2016,

স্টাফ রিপোটার॥ ‘নিয়মিত শরীর চর্চা করুন নিজেকে সুস্থ রাখুন’ “রোগ সারাতে নয়, রোগ প্রতিরোধ করতে চাই” এই স্লোগানকে সামনে রেখে এডভোকেট অমূল্য কুমার ঘোষের ব্যায়াম প্রশিক্ষণালয়ের আয়োজনে ও ন্যাচারোপ্যাথী ফাউন্ডেশনের পরিচালনায় শরীর চর্চা সম্মেলন অনুষ্ঠিত হয়।
১৩ মে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে সকাল ৬টায় ব্যায়াম প্রশিক্ষক ফিরোজ জামানের পরিচালনায় সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন এডভোকেট অমূল্য কুমার ঘোষ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু স্বাস্থ্য কল্যাণ সংস্থার সহ-সভাপতি ডাঃ জিল্লুল হক, ডাঃ তারেক আহমেদ চৌধুরী ও ডাঃ রেজাউল করিম মীর প্রমুখ।
এছাড়া সম্মেলনে বিভিন্ন শ্রেণী ও পেশার পুরুষ, মহিলা ও শিশু উপস্থিত ছিলেন।
সম্মেলন উদ্বোধনের পর থেকে ওয়াটার থেরাপী, খালি হাতের ব্যায়াম, ব্যায়ম প্রদর্শন, অক্সিজেন থেরাপীসহ বিভিন্ন ধরনের ব্যায়াম প্রশিক্ষণ দেওয়া হয়।
জানা যায়, আইনজীবী অমূল্য কুমার ঘোষ ও ফিরোজ জামান সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে গুটিকয়েক মানুষ নিয়ে কয়েক বছর পূর্বে এই শরীর চর্চা শুরু করেন। শরীর নিরোগ রাখতে প্রত্যুষে কোর্ট প্রাঙ্গণে এই কার্যক্রম এক ঘণ্টা ধরে চলে। এখন এই কার্যক্রমে অংশ নিচ্ছেন প্রতিদিন বিভিন্ন বয়সের মানুষ। নারীরাও এই শরীর চর্চায় নিয়মিত অংশ নিচ্ছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com