(ভিডিও সহ) শহরের বিলবোর্ড ও ব্যানার অপসারণ অভিযান শুরু

March 27, 2017,

ওমর ফারুক নাঈম ॥ মৌলভীবাজার পৌর শহরকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন রাস্তার মোড়ে রাজনৈতিক সংগঠন, বেসরকারী কোম্পানী ও ব্যক্তিগতভাবে লাগানো সকল বিলবোর্ড ও ব্যানার অপসারণের অভিযান শুরু করেছে মৌলভীবাজার পৌরসভা।
২৭ মার্চ সোমবার দুপুরে শহরের চৌমুহনা পয়েন্ট থেকে সকল বিলবোর্ড ও ব্যানার অপসারণ করে উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিন্টু চৌধুরী, ম্যাজিস্ট্রেট আল বশিরুল ইসলাম, ম্যাজিস্ট্রেট শবনম শারমিন সহ প্রশাসন কর্মকর্তা, পৌর কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ।


পৌর শহরকে বিভিন্ন সড়ক ও পয়েন্ট এলাকার সড়কের আশপাশের পরিস্কার-পরিচ্ছন্ন রাখাতে অপ্রয়োজনীয় বিলবোর্ড ও ব্যানার অপসারন করা হবে। শহরকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখার অভিযান অব্যাহত থাকবে। তবে কেউ ইচ্ছে করলে পৌর নীতিমালা মেনে নির্দিষ্ট ফি পরিশোদ করে পৌর কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বিলবোর্ড স্থাপন করতে পারবেন। এছাড়াও ধর্মীয় ও সামাজিক কাজের প্রচারের জন্য বিলবোর্ড-ব্যানার স্থাপন করা যাবে। তবে নির্দিষ্ট সময়ের পর নিজ উদ্যোগে অপসারণ করতে হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com