শহরে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে মানববন্ধন
স্টাফ রিপোর্টার॥ সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ এবং গুলশান হলি আর্টিজান বেকারিতে দাতা সংস্থা জাইকায় কর্মরত জাপানি নাগরিক সহ বিদেশী নাগরিক হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে ১ আগষ্ট সকালে সোমবার মৌলভীবাজারের ভিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১০টা থেকে ১২টা ১ ঘন্টাব্যাপী এ কার্যক্রমের জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার /হাজার শিক্ষার্থী মানব বন্ধন সমাবেশে ব্যানার ও পেষ্টুন প্লেকাঠ নিয়ে অংশ নেয়। এ সময় বক্তারা জঙ্গিদের উত্থান ঠেকাতে শিক্ষার্থী অভিবাবক শিক্ষকদের সচেতন হওয়ার আহবান জানান। মানববন্ধনে শহরের মৌলভীবাজার সরকারী কলেজ,মৌলভীবাজার সরকারী মহিলা কলেজ,সরকারী উচ্চ বিদ্যালয়,আলী আমজদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়,হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়,মৌলভীবাজার পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়,কাশিনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ,হজরত মাহ মোস্তফা (রাঃ) কলেজ এর কর্মকর্তা-ও কর্মচারীরা অংশ গ্রহন করেন। সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার এ,এস,এম আব্দুল ওয়াদুদ চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক আব্দুস সহিদ,অভিবাবক নজরুল ইসলাম মুহিব প্রমুখ। এ সময় বক্তারা জঙ্গিদের উত্থান ঠেকাতে সমাজের সকল শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহবান জানান।
মন্তব্য করুন